নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
পবিত্র মাহে রবিউল আওয়াল উপলক্ষে মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের ১নং ওয়ার্ডের ঢেউপাশায় অবস্থিত মাদরাসাতুন নূর আল-ইসলামিয়া’র উদ্যোগে পোশাক বিতরণ ও ইসলাহী মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত রবিবার (৩১ আগস্ট) বিকাল ৪টায় প্রতিষ্ঠানের সহ-সভাপতি কাজী মাওলানা হারুনুর রশিদের সভাপতিত্বে ও মাদরাসার পরিচালক মাওলানা আব্দুর রহমান তরফদার খালেদ (ঢেউপাশী) সঞ্চালনায় মাদরাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে বয়ান পেশ করেন—মৌলভীবাজার দারুল উলূম মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা মুজাহিদুল ইসলাম শ্রীমঙ্গলী, মাওলানা নুমানুর রশিদ তরফদার নুমানী, সিলেট, প্রবীণ শিক্ষক প্রফেসর মুহাম্মদ ফিরোজ মিয়া।
এসময় বক্তারা তাঁদের বক্তব্যে প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পবিত্র জীবনাদর্শ, দাওয়াতি কার্যক্রম, মানবকল্যাণে তাঁর অসীম ত্যাগ-তিতিক্ষা এবং চিরন্তন শিক্ষা থেকে শিক্ষা গ্রহণের আহ্বান জানান। তারা বলেন, কোরআন ও সুন্নাহর আলোকে জীবন গঠনই হবে প্রকৃত সফলতার মূলভিত্তি।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, অভিভাবক এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। মাহফিল শেষে দুস্থ ও অসহায় শিক্ষার্থীদের মাঝে নতুন পোশাক বিতরণ করা হয়।
বক্তারা সমাজের সর্বস্তরের মানুষকে আহ্বান জানান— মাদরাসাতুন নূর আল-ইসলামিয়া যেন শিক্ষা ও ধর্মীয় দাওয়াতি কার্যক্রমে আরও অগ্রসর হতে পারে, সেজন্য সকলকে প্রতিষ্ঠানের পাশে দাঁড়াতে হবে।
অনুষ্ঠানে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি এবং কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
প্রধান সম্পাদক এহসান বিন মুজাহির, সম্পাদক ও প্রকাশক মুস্তাকিম আল মুনতাজ তালুকদার
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আইটিসিজি, হাজী এলেমান কবির মার্কেট (২য় তলা) কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার থেকে প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন: +৮৮০-১৬০১-৬০৮৬৮৮; ই-মেইল: voiceofsreemangal24@gmail.com
Copyright © 2026 voiceofsreemangal. All rights reserved.