নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার:
মৌলভীবাজারে যাত্রীসেবার নতুন অধ্যায় শুরু হলো ‘এসএমএস এক্সপ্রেস’-এর মাধ্যমে। শ্রীমঙ্গল-মৌলভীবাজার-সিলেট রুটে আধুনিক মানের এই নতুন বাস সার্ভিসের শুভ উদ্বোধন করা হয় শনিবার (১ নভেম্বর) বিকেলে মৌলভীবাজার বাসস্ট্যান্ড এলাকায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন মৌলভীবাজার-৩ (রাজনগর-শ্রীমঙ্গল) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি এম. নাসের রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পৌর মেয়র ও জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি ও জেলা বিএনপির সদস্য সচিব আবদুর রহিম রিপন।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন জেলা বাস-মিনিবাস মালিক সমিতির চেয়ারম্যান এমদাদুল হক এমাদ।
নতুন বাস সার্ভিস চালুর ফলে শ্রীমঙ্গল-মৌলভীবাজার-সিলেট রুটের যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে যাত্রীসেবা উন্নয়নের ক্ষেত্রে ইতিবাচক ও সময়োপযোগী পদক্ষেপ হিসেবে স্বাগত জানিয়েছেন।
প্রধান সম্পাদক এহসান বিন মুজাহির, সম্পাদক ও প্রকাশক মুস্তাকিম আল মুনতাজ তালুকদার
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আইটিসিজি, হাজী এলেমান কবির মার্কেট (২য় তলা) কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার থেকে প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন: +৮৮০-১৬০১-৬০৮৬৮৮; ই-মেইল: voiceofsreemangal24@gmail.com
Copyright © 2026 voiceofsreemangal. All rights reserved.