মৌলভীবাজারে কনস্টেবল পদে নিয়োগের লিখিত পরীক্ষা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার:
মৌলভীবাজার জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ–জুন ২০২৫ এর লিখিত পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। আজ (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় পুলিশ লাইন্সের দুটি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষার আগে সকাল ৮টা থেকে মূল গেইটে ফেস ডিটেকশন ক্যামেরার মাধ্যমে প্রার্থীদের যাচাই করে কেন্দ্রে প্রবেশ করানো হয়। দেড় ঘণ্টাব্যাপী এই পরীক্ষায় প্রাথমিক বাছাইপর্ব উত্তীর্ণ মোট ৩৩৯ জন প্রার্থী অংশগ্রহণ করেন।
নিয়োগ বোর্ডের সভাপতি ও মৌলভীবাজার জেলার পুলিশ সুপার এম.কে.এইচ. জাহাঙ্গীর হোসেন, পিপিএম-সেবা লিখিত পরীক্ষার কেন্দ্র ঘুরে দেখেন। তিনি প্রার্থীদের সাথে কথা বলে নিয়োগ প্রক্রিয়ার পরবর্তী ধাপ—মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা সম্পর্কে ধারণা দেন এবং প্রস্তুতির জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। একইসাথে তিনি সকলকে চাকরির বিষয়ে কোনো প্রকার আর্থিক লেনদেন বা দালালদের সাথে যোগাযোগ না করার আহ্বান জানান।
আগামী ১৮ সেপ্টেম্বর নিয়োগ প্রক্রিয়ার মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেদিনই প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের নাম ঘোষণা করা হবে বলে জানানো হয়।
লিখিত পরীক্ষার কেন্দ্রে উপস্থিত ছিলেন নিয়োগ বোর্ডের সদস্য অতিরিক্ত পুলিশ সুপার (সিলেট) মো. রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সুনামগঞ্জ) জাকির হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ হেডকোয়ার্টার্স প্রতিনিধি) মো. ইকবাল হোসেন।
এছাড়া অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়ের, সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) আনিসুর রহমানসহ নিয়োগ কার্যক্রমে নিযুক্ত অন্যান্য পুলিশ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
















