মৌলভীবাজারে গণঅধিকার পরিষদের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার:
ঢাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের উপর জাতীয় পার্টি (জাপা) ও রাষ্ট্রীয় বাহিনী কর্তৃক নৃশংস হামলার প্রতিবাদে মৌলভীবাজার জেলা গণঅধিকার পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩সেপ্টেম্বর) দুপুরে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে এক সমাবেশে সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সমাবেশে হামলাকারীদের দ্রুত বিচারের আওতায় আনা, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং জাতীয় পার্টি সহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানানো হয়।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে সভাপতিত্ব করেন জেলা সহ-সভাপতি নাহিদা খানম এবং সঞ্চালনা করেন জেলা সহ সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান।
এসময় বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদ মৌলভীবাজার জেলার ক্রীড়া সম্পাদক আমীর আলী, রাজনগর উপজেলা সভাপতি সুন্দর আলী ও সাধারণ সম্পাদক খালেদ আহমেদ, কুলাউড়া উপজেলা সভাপতি আবদুর রহমান ও সাধারণ সম্পাদক হেলাল আহমেদ, সদর উপজেলা সাধারণ সম্পাদক মখলিছুর রহমান।
এছাড়াও ছাত্র অধিকার পরিষদের নেতা নুর আহমেদসহ আরও অনেকে বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, “দেশের গণতন্ত্র রক্ষার আন্দোলনে নুরুল হক নুরের উপর হামলা প্রমাণ করে সরকার ভীত-সন্ত্রস্ত। এ হামলা শুধু নুর ভাইয়ের উপর নয়, বরং দেশের প্রতিটি মানুষের গণতান্ত্রিক অধিকারের উপর আঘাত।”
তারা আরও বলেন, “আমরা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও বিচারের দাবি জানাচ্ছি। অন্যথায় সারা দেশে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। গণঅধিকার পরিষদ দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন থেকে এক পা-ও পিছপা হবে না।”



















