মৌলভীবাজারে বিপুল সংখ্যক বাংলাদেশি ও ভারতীয় জাল টাকার নোটসহ যুগেন্দ্র মল্লিক নামে এক ব্যক্তিকে আটক করেছে ডিবি পুলিশ।
গত বৃহস্পতিবার (২২ মে) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয় হলরুমে এক সাংবাদিক সম্মেলন জেলার অতিরিক্ত পুলিশ সুপার নোবেল চাকমা এ তথ্য জানিয়েছেন।
সাংবাদিক সম্মেলনে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়নের রুস্তমপুরে অভিযান পরিচালনা করে। এ সময় যুগেন্দ্র মল্লিক নামে এক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদে তার গোয়াল ঘরের খড়ের নিচ থেকে বাংলাদেশি ২ লাখ ৭৭ হাজার ২০০ এবং ভারতীয় ৩ হাজার ৯০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, কোরবানির ঈদকে সামনে রেখে বড় একটি চক্র এ কাজের সঙ্গে জড়িত রয়েছে। এদের আটক করতে পুলিশি তৎপরতা বাড়ানো হয়েছে। তবে আটক যুগেন্দ্র মল্লিকের বিরুদ্ধে এর আগেও থানায় মামলা রয়েছে। এছাড়াও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আজমল হোসেন, সহকারী পুলিশ সুপার শাকিল, ডিবির অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান মোল্লা।
প্রধান সম্পাদক এহসান বিন মুজাহির, সম্পাদক ও প্রকাশক মুস্তাকিম আল মুনতাজ তালুকদার
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আইটিসিজি, হাজী এলেমান কবির মার্কেট (২য় তলা) কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার থেকে প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন: +৮৮০-১৬০১-৬০৮৬৮৮; ই-মেইল: voiceofsreemangal24@gmail.com
Copyright © 2026 voiceofsreemangal. All rights reserved.