মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজার জেলার বিভিন্ন থানায় বদলি হওয়া অফিসার ইনচার্জদের (ওসি) সম্মানে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (৬ ডিসেম্বর) রাতে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার জনাব মোহাম্মদ বিল্লাল হোসেন।
অনুষ্ঠানে সদর মডেল থানার ওসি গাজী মোঃ মাহবুবুর রহমান, কমলগঞ্জ থানার ওসি আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবির, বড়লেখা থানার ওসি মোঃ মাহবুবুর রহমান মোল্লা, শ্রীমঙ্গল থানার ওসি মোঃ আমিনুল ইসলাম, কুলাউড়া থানার ওসি মোঃ ওমর ফারুক এবং জুড়ী থানার ওসি মোঃ মোরশেদুল ইসলাম ভুইয়াকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। এছাড়া বদলি জনিত কারণে ট্রাফিক ইন্সপেক্টর অনিল কুমার চাকমাকেও সংবর্ধিত করা হয়।
বিদায়ী কর্মকর্তারা অনুষ্ঠানে মৌলভীবাজারে কর্মরত অবস্থায় প্রাপ্ত অভিজ্ঞতা ও স্মৃতিচারণ করেন। তারা জেলা পুলিশ, সহকর্মী এবং স্থানীয় জনগণের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সভাপতির বক্তব্যে পুলিশ সুপার জনাব মোহাম্মদ বিল্লাল হোসেন বলেন, “চাকরির পাশাপাশি পরিবারকে গুরুত্ব দিতে হবে। তবে সমাজের প্রতি দায়িত্বও ভুলে গেলে চলবে না। সাধারণ মানুষের ওপর অর্পিত দায়িত্ব নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে পালন করতে হবে। মাটির ঋণ শোধ করতে হবে।”
তিনি আরও বলেন, “পুলিশ সদস্য হিসেবে আইন ও নীতি দুটোই অনুসরণ করতে হবে। নীতি-নৈতিকতা মানুষের ধর্ম—এটিই মনুষ্যত্ব। তাই দায়িত্ব পালনে ন্যায়, সততা ও নৈতিকতার বিকল্প নেই।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) মোঃ আজমল হোসেন; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়ের; সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) ওয়াহিদুজ্জামান রাজুসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা।
অনুষ্ঠান শেষে বিদায়ী অফিসারদের হাতে স্মারক উপহার তুলে দেওয়া হয়।
প্রধান সম্পাদক এহসান বিন মুজাহির, সম্পাদক ও প্রকাশক মুস্তাকিম আল মুনতাজ তালুকদার
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আইটিসিজি, হাজী এলেমান কবির মার্কেট (২য় তলা) কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার থেকে প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন: +৮৮০-১৬০১-৬০৮৬৮৮; ই-মেইল: voiceofsreemangal24@gmail.com
Copyright © 2026 voiceofsreemangal. All rights reserved.