মৌলভীবাজারে নবজাগরণের বর্ষপূর্তি উদযাপন; স্বেচ্ছাসেবীদের মিলনমেলা

স্টাফ রিপোর্টার:
রক্তদান ও সেচ্ছাসেবী সংগঠন নবজাগরণ ব্লাড গ্রুপ মৌলভীবাজার–এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে স্বেচ্ছাসেবী মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ অক্টোবর) সকাল ১০টায় মৌলভীবাজার পৌরসভা মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মুফতি আসাদুর রহমান আদিল এবং সঞ্চালনা করেন হাফেজ মিনহাজ আহমদ।
বর্ণাঢ্য এই আয়োজনে জেলার বিভিন্ন রক্তদাতা সংগঠন ও স্বেচ্ছাসেবীরা অংশগ্রহণ করেন। উপস্থিত অতিথি ও সংগঠনের সদস্যদের মিলনে অনুষ্ঠানটি পরিণত হয় মানবসেবার অঙ্গীকারের এক অনন্য বন্ধনে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
পুলিশের সাবেক এএসআই (আইন) মোঃ আব্দুল করিম মিন্টু, সমাজসেবক খছরু চৌধুরী, খিদমাহ ব্লাড ব্যাংক–এর কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও মৌলভীবাজার জেলা শাখার পরিচালক মাওলানা মুস্তাকিম আল মুনতাজ তালুকদার, সমাজসেবী সৈয়দ আহসান আক্তার দোলন, ছাইফুল ইসলাম, শাহীন আহমেদ, খিদমাহ ব্লাড ব্যাংক বড়লেখা শাখার পরিচালক মাওলানা কিবরিয়া আল মাহমুদ প্রমুখ।
বক্তারা বলেন, “রক্তদাতা সংগঠনগুলো মানবতার সেবায় যে ভূমিকা রাখছে, তা সমাজে ইতিবাচক পরিবর্তন আনছে। এ ধরনের মিলনমেলা স্বেচ্ছাসেবীদের অনুপ্রাণিত করে এবং সম্মিলিতভাবে মানবসেবার ক্ষেত্রকে আরও প্রসারিত করে।”
অনুষ্ঠানে অতিথি, বিভিন্ন রক্তদাতা সংগঠন ও তাদের দায়িত্বশীলদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
এছাড়াও উপস্থিত ছিলেন —জুবায়েল আহমদ ফাহিম, মাহিন আহমদ ইব্রাহিম, আলাউদ্দিন আহমেদ আব্দুল্লাহ্, মেহেদী হাসান মালেক, শামসুর রহমান শান্ত, মাওলানা জুবায়ের আহমদ মাহিদ, এম তাজুল ইসলাম, আব্দুল কাদের, ফয়েজ আহমেদ, তারেক আহমেদ, শেখ নাইমসহ নবজাগরণ ব্লাড গ্রুপ মৌলভীবাজারের দায়িত্বশীল ও সদস্যবৃন্দ।
শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে নবজাগরণ ব্লাড গ্রুপ মৌলভীবাজারের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
















