শিরোনাম :
বিজ্ঞপ্তি :
মৌলভীবাজারে প্রধান সড়কে ব্যাটারি অটোরিকশা নিষিদ্ধ; আসছে বিশেষ অভিযান

মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজার শহরের প্রধান সড়কে ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করেছে ট্রাফিক বিভাগ। এসব যানবাহন এখন থেকে শুধুমাত্র ফিডার রোড বা শহরের ভেতরের সড়কে চলাচল করতে পারবে।
গতকাল বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে এক ফেসবুক পোস্টে এসব তথ্য জানানো হয়।
একইসঙ্গে রেজিস্ট্রেশনবিহীন বা ON TEST সিএনজি চালিত অটোরিকশা, মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে জেলা পুলিশ। এ লক্ষ্যে আগামী ১ সেপ্টেম্বর থেকে জেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করা হবে।
ট্রাফিক বিভাগ জানিয়েছে, শহরকে যানজটমুক্ত ও নিরাপদ রাখতে সবাইকে ট্রাফিক আইন মেনে চলতে হবে। পাশাপাশি সচেতন নাগরিক হিসেবে দায়িত্বশীল আচরণ করার জন্য মৌলভীবাজারবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে।















