স্টাফ রিপোর্টার, ভয়েস অব শ্রীমঙ্গল:
মৌলভীবাজার সদর উপজেলার সমসেরগঞ্জের বিন্নিগ্রাম এলাকায় অবস্থিত আবু যার আল-গিফারী (রহ.) বালক-বালিকা বিন্নিগ্রাম মাদরাসা ও এতিমখানা-এর ২ যুগপূর্তি উপলক্ষে আগামীকাল বুধবার (২৪ ডিসেম্বর) দিনব্যাপী ফুযালা আবনা সম্মেলন অনুষ্ঠিত হবে।
মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত এ সম্মেলন শুরু হবে বিকেল ২টা থেকে। বর্ণাঢ্য এ আয়োজনে অনুভূতি, আলোচনা, স্মারকের মোড়ক উন্মোচন, পাগড়ি ও হিজাব বিতরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিশেষ দোয়ার আয়োজন রাখা হয়েছে।
সম্মেলনে সভাপতিত্ব করবেন বিন্নিগ্রাম মাদরাসার মুহতামিম ও ফুযালা আবনা পরিষদের সভাপতি মাওলানা শেখ সাদী সাহেব।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শায়খুল হাদিস আল্লামা আব্দুল হাই।
এ ছাড়া দেশসেরা জনপ্রিয় নাশিদ শিল্পী শেখ এনাম-এর সুরেলা পরিবেশনায় পুরো অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে উঠবে বলে জানিয়েছেন আয়োজকরা।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, দ্বীনি শিক্ষা বিস্তার, মাদরাসার অগ্রগতি তুলে ধরা এবং ফুযালা আবনাদের আরও উৎসাহিত করতেই এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে এলাকাবাসীসহ ধর্মপ্রাণ মুসলমানদের স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
প্রধান সম্পাদক এহসান বিন মুজাহির, সম্পাদক ও প্রকাশক মুস্তাকিম আল মুনতাজ তালুকদার
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আইটিসিজি, হাজী এলেমান কবির মার্কেট (২য় তলা) কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার থেকে প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন: +৮৮০-১৬০১-৬০৮৬৮৮; ই-মেইল: voiceofsreemangal24@gmail.com
Copyright © 2026 voiceofsreemangal. All rights reserved.