মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমীর হল রুমে শনিবার সকাল সাড়ে দশটায় জেলা প্রশাসনের আয়োজনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার মানোন্নয়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন। জেলা প্রশাসকের সভাপতিত্বে কর্মশালার সঞ্চালনা করেন জসিম উদ্দিন।
কর্মশালায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মেহনাজ ফেরদৌস, মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মনছুর আলমগীর, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু ইউসুফ মোঃ শেরউজ্জামান, শ্রীমঙ্গল সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর এবিএম মোখলেছুর রহমান ও মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি শামছুল ইসলাম।
জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ফজলুর রহমান প্রধান আলোচক হিসেবে শিক্ষার মানোন্নয়ন সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রবন্ধ উপস্থাপন করেন। প্রবন্ধে শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে সঠিক শিক্ষা পরিবেশ তৈরির বিষয়ে নানা দিক আলোচনা করা হয়।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা সক্রিয় আলোচনা ও মতবিনিময় করেন। জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও শিক্ষকদের পাশাপাশি সাংবাদিক, শিক্ষার্থী ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন কর্মশালায় অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষার মানোন্নয়নের জন্য একটি ব্যাপক পরিকল্পনা গ্রহণ করা হবে। তিনি বলেন, শিক্ষার উন্নতি দেশের অগ্রগতির জন্য অপরিহার্য, তাই সংশ্লিষ্ট সকলের সহযোগিতা ও অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
কর্মশালায় শিক্ষার মান উন্নয়নের পাশাপাশি শিক্ষকদের প্রশিক্ষণ ও আধুনিক শিক্ষাদানের কৌশল সম্পর্কে গুরুত্ব আরোপ করা হয়। এছাড়া শিক্ষার্থীদের মানসিক ও সামাজিক বিকাশে শিক্ষকদের ভূমিকা নিয়ে আলোচনা হয়।
উক্ত কর্মশালা থেকে একটি সুসংহত ও বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণ করে মৌলভীবাজার জেলায় শিক্ষার মানোন্নয়নে বিশেষ উদ্যোগ গ্রহণের আশ্বাস দেয়া হয়েছে। শিক্ষার গুণগত মান বৃদ্ধির মাধ্যমে জেলার শিক্ষাব্যবস্থা আরও সুশৃঙ্খল ও ফলপ্রসূ হবে বলে আশা প্রকাশ করা হয়।
কর্মশালায় চারশ’র বেশি শিক্ষার্থী, শিক্ষক ও অন্যান্য আগত ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয় এবং শিক্ষার মানোন্নয়নে নতুন দিগন্ত উন্মোচনের প্রত্যাশা তৈরি করে।
প্রধান সম্পাদক এহসান বিন মুজাহির, সম্পাদক ও প্রকাশক মুস্তাকিম আল মুনতাজ তালুকদার
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আইটিসিজি, হাজী এলেমান কবির মার্কেট (২য় তলা) কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার থেকে প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন: +৮৮০-১৬০১-৬০৮৬৮৮; ই-মেইল: voiceofsreemangal24@gmail.com
Copyright © 2026 voiceofsreemangal. All rights reserved.