নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার:
মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় একটি রয়েল এনফিল্ডসহ পাঁচটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। বুধবার (৩ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে জেলা পুলিশ বিষয়টি নিশ্চিত করে।
জানা যায়, গত ২১ আগস্ট রাতে মৌলভীবাজার শহরের গীর্জাপাড়া থেকে জনৈক মাহবুব হাসানের বাসা থেকে একটি রয়েল এনফিল্ড মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় মামলা রুজু হলে পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেনের নির্দেশে তদন্ত শুরু করে বিশেষ টিম। সদর থানার অফিসার ইনচার্জ গাজী মো. মাহবুবুর রহমানের নেতৃত্বে এসআই জয়ন্ত সরকার, এসআই হিরন কুমার বিশ্বাস ও এসআই উৎপল সাহা ঘটনাস্থলের আশেপাশের ৪৭টি সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করেন।
তদন্তে চক্রের সঙ্গে জড়িতদের শনাক্ত করা সম্ভব হয়। পরে ২৮ আগস্ট রাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানার চান্দুরা এলাকায় অভিযান চালিয়ে প্রথমে বাপ্পী দাস ওরফে বাপ্পী সরকার ওরফে সাগরকে গ্রেফতার করে পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে তোফাজ্জল হোসেন ও মো. বাবুল হোসেনকেও আটক করা হয়। বাবুলের হেফাজত থেকে একটি পালসার মোটরসাইকেল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশের ভাষ্যমতে, তারা দীর্ঘদিন ধরে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে ভৈরবের এক ব্যক্তির কাছে বিক্রি করছিল। পুলিশ জানিয়েছে, মূল হোতাকে ধরতে অভিযান অব্যাহত থাকবে।
প্রধান সম্পাদক এহসান বিন মুজাহির, সম্পাদক ও প্রকাশক মুস্তাকিম আল মুনতাজ তালুকদার
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আইটিসিজি, হাজী এলেমান কবির মার্কেট (২য় তলা) কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার থেকে প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন: +৮৮০-১৬০১-৬০৮৬৮৮; ই-মেইল: voiceofsreemangal24@gmail.com
Copyright © 2026 voiceofsreemangal. All rights reserved.