মৌলভীবাজারে যুব মজলিসের শাখা দায়িত্বশীল সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:
ইসলামী যুব মজলিস মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে “শাখা দায়িত্বশীল সভা ২০২৫” অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) বেলা সাড়ে ৩টায় জেলা যুব মজলিস কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ইসলামী যুব মজলিস মৌলভীবাজার জেলা শাখার সভাপতি প্রিন্সিপাল মো. এহসানুল হক এবং সঞ্চালনা করেন জেলা সহ-সেক্রেটারি মুহাম্মদ সিহাব উদ্দিন।
সভায় উপস্থিত ছিলেন ইসলামী যুব মজলিস জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি এম খসরু, অর্থ সম্পাদক আহমদ রেজা, প্রকাশনা সম্পাদক খালিদ সাইফুল্লাহ, কমলগঞ্জ উপজেলা সভাপতি আনিছুল ইসলাম সাকের, সহসভাপতি শফিকুর রহমান, সেক্রেটারি নজরুল ইসলাম সজিব, শমসেরনগর সাংগঠনিক থানা সভাপতি এম এ মুহিত, সেক্রেটারি মোজাম্মিল হোসেন, শ্রীমঙ্গল উপজেলা সভাপতি মুস্তাকিম আল মুনতাজ, রাজনগর উপজেলা সহসভাপতি মাহফুজুল হক তালুকদার, প্রশিক্ষণ সম্পাদক মুফতি আবুল কাশেম, সদর উপজেলা সেক্রেটারি হামজা বিন হোসাইন, শহর শাখার সহসেক্রেটারি আরিফুল ইসলাম হোজাইফা ও মাওলানা সাইফুর রহমান সাদি প্রমুখ।
সভায় কুরআন তেলাওয়াত, পারস্পরিক পরিচিতি, শাখা রিপোর্ট উপস্থাপন, সংগঠনের কার্যক্রম পর্যালোচনা ও ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণসহ নানা গুরুত্বপূর্ণ বিষয় আলোচিত হয়।
এছাড়াও আসন্ন যুব সমাবেশ ও নাশিদ মাহফিল আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়।


















