পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মৌলভীবাজার জেলা কারাগারে বন্দিদের জন্য নেওয়া হয়েছিল ব্যতিক্রমধর্মী খাবার ও সাক্ষাতের বিশেষ ব্যবস্থা। ঈদের দিনটি ছিল আলোকসজ্জা, বিশেষ খাবার এবং স্বজনদের সঙ্গে সাক্ষাতের সুযোগে এক ভিন্নমাত্রার দিন।
কারা কর্তৃপক্ষ জানায়, ঈদের সকাল শুরু হয় বন্দিদের জন্য পায়েস ও মুড়ি দিয়ে। দুপুরে পরিবেশিত হয় পোলাও, মুরগির রোস্ট, গরু বা খাসির মাংস, সালাদ, পান-সুপারি এবং মিষ্টান্ন। রাতে ছিল সাদা ভাত, আলুর দম ও রুই মাছ ভাজা। ঈদের আনন্দ আরও বাড়াতে ৭ থেকে ১০ জুনের মধ্যে বন্দিদের আত্মীয়স্বজনের সঙ্গে একবার সাক্ষাত এবং মোবাইলে কথা বলার সুযোগ দেওয়া হয়। পাশাপাশি ৮, ৯ ও ১০ জুনের মধ্যে একবার বাড়ি থেকে রান্না করা খাবার আনতে দেওয়া হয়।
শুধু বন্দিরাই নয়, সাক্ষাতে আসা স্বজনদের জন্যও ছিল আপ্যায়নের ব্যবস্থা। কারা কর্তৃপক্ষ তাদের মিষ্টি, সেমাই ও মুড়ি দিয়ে অভ্যর্থনা জানায়।
মৌলভীবাজার জেলা কারাগারের জেলার কাজী মাজহারুল ইসলাম জানান, 'বন্দিরাও যেন ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যেই মাননীয় কারা মহাপরিদর্শক মহোদয়ের নির্দেশনায় এই বিশেষ আয়োজন করা হয়েছে।'
প্রধান সম্পাদক এহসান বিন মুজাহির, সম্পাদক ও প্রকাশক মুস্তাকিম আল মুনতাজ তালুকদার
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আইটিসিজি, হাজী এলেমান কবির মার্কেট (২য় তলা) কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার থেকে প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন: +৮৮০-১৬০১-৬০৮৬৮৮; ই-মেইল: voiceofsreemangal24@gmail.com
Copyright © 2026 voiceofsreemangal. All rights reserved.