মৌলভীবাজার জেলা পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (১৭জুন) সকাল সাড়ে ০৭ ঘটিকায় মৌলভীবাজার পুলিশ লাইন্স এর এমটি শেড সংলগ্ন মাঠে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার এম, কে, এইচ, জাহাঙ্গীর হোসেন পিপিএম -সেবা মহোদয় জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যদের অংশগ্রহণে প্যারেড পরিদর্শন করেন এবং অভিবাদন গ্রহণ করেন।
অভিবাদন গ্রহণ শেষে মাননীয় পুলিশ সুপার তার বক্তব্যে জেলা পুলিশের সদস্যদের নিজেদের শারীরিক সুস্থতা ও সক্ষমতা বৃদ্ধির জন্য নিয়মিত শরীর চর্চা, ঘুম এবং স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণে দিকনির্দেশনা প্রদান করেন । এছাড়া তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সবাইকে সরকার নির্ধারিত নীতিমালা মেনে চলার আহবান জানান।
প্যারেড শেষে পুলিশ লাইনস্ ড্রিল শেডে মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আজমল হোসেনের সঞ্চালনায় মাসিক কল্যাণ সভায় সভাপতিত্ব করেন মাননীয় পুলিশ সুপার এম, কে, এইচ, জাহাঙ্গীর হোসেন পিপিএম -সেবা।
কল্যাণ সভায় জেলা পুলিশের বিভিন্ন থানা, ফাঁড়িসহ অন্যান্য ইউনিটে কর্মরত পুলিশ সদস্যদের কাছ থেকে বিভিন্ন প্রস্তাব এবং পূর্ববর্তী মাসের কল্যাণ সভায় উত্থাপিত প্রস্তাব সমূহের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।
সব শেষে ২০২৫ সালের মে মাসের পারফরম্যান্স বিবেচনায় জেলার শ্রেষ্ঠ থানা এবং বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ অফিসারদের মাঝে সম্মাননা ক্রেস্ট তুলে দেন পুলিশ সুপার মহোদয়। এছাড়া অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) নোবেল চাকমা, পিপিএম এবং সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আজমল হোসেনকে বিভিন্ন গুরুত্বপূর্ণ অভিযানে সফলভাবে নেতৃত্ব দানের জন্য বিশেষ সম্মাননা জানানো হয়।
পুরস্কার প্রাপ্তরা হলেন—
শ্রেষ্ঠ থানা: গাজী মোঃ মাহবুবুর রহমান, অফিসার ইনচার্জ, মৌলভীবাজার সদর মডেল থানা।
শ্রেষ্ঠ এসআই: শিপু কুমার দাস, এসআই (নিঃ), সদর মডেল থানা। (মে/২৫ মাস)
শ্রেষ্ঠ এসআই: জয়ন্ত দাস, এসআই (নিঃ), সদর মডেল থানা। (এপ্রিল/২৫ মাস)
শ্রেষ্ঠ টিএসআই: মোঃ আলা উদ্দিন, জুড়ী ট্রাফিক, মৌলভীবাজার।
শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার : মোঃ রানা মিয়া, এএসআই (নিঃ), সদর মডেল থানা। (এপ্রিল ও মে)
বিশেষ পুরস্কার: প্রায় ৩ লক্ষ টাকার দেশি-বিদেশি জাল নোটসহ আসামি গ্রেফতার করার জন্য মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ পুরস্কার লাভ করে।
এছাড়া ডাকাতি মামলার রহস্য উদঘাটন ও আসামি গ্রেফতার এবং জোড়া খুন মামলার আসামি গ্রেফতারের জন্যে বিশেষ পুরস্কার লাভ করে কমলগঞ্জ থানা।
এর পাশাপাশি ডাকাতি মামলার আসামি গ্রেফতার এবং একটি মাইক্রোবাস ও একটি মোটরসাইকেল উদ্ধার করায় মৌলভীবাজার সদর থানার এসআই হিরন কুমার দাসকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) নোবেল চাকমা পিপিএম, সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) আনিসুর রহমান, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) শাকিলসহ জেলার সকল থানা ও ইউনিটের ইনচার্জগণসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
প্রধান সম্পাদক এহসান বিন মুজাহির, সম্পাদক ও প্রকাশক মুস্তাকিম আল মুনতাজ তালুকদার
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আইটিসিজি, হাজী এলেমান কবির মার্কেট (২য় তলা) কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার থেকে প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন: +৮৮০-১৬০১-৬০৮৬৮৮; ই-মেইল: voiceofsreemangal24@gmail.com
Copyright © 2026 voiceofsreemangal. All rights reserved.