পবিত্র ঈদুল আজহা ২০২৫ উপলক্ষে মৌলভীবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলার ইমাম-মুয়াজ্জিন ও খাদিমদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
আজ (২৩ মে) সকালে জেলা প্রশাসক কার্যালয়ে মৌলভীবাজার ৫ উপজেলার ৪৪০জন ইমাম-মুয়াজ্জিন ও খাদিমদের মাঝে ঈদ উপহার তুলে দেন মৌলভীবাজার জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন। এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তানভীর হোসেনসহ জেলা প্রশাসক কার্যালয়ের বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক কার্যালয় সুত্রে জানা যায, মৌলভীবাজার সদর, রাজনগর, কুলাউড়া, কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন মসজিদের মোট ৪৪০জন ইমাম-মুয়াজ্জিন ও খাদিমগণ এ উপহার পেয়েছেন।
এছাড়া জেলার জুড়ী ও বড়লেখা উপজেলার ইমাম-মুয়াজ্জিন এবং খাদিমদের মাঝে সংশ্লিষ্ট উপজেলা থেকে ঈদ উপহার বিতরণ করা হবে।
প্রধান সম্পাদক এহসান বিন মুজাহির, সম্পাদক ও প্রকাশক মুস্তাকিম আল মুনতাজ তালুকদার
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আইটিসিজি, হাজী এলেমান কবির মার্কেট (২য় তলা) কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার থেকে প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন: +৮৮০-১৬০১-৬০৮৬৮৮; ই-মেইল: voiceofsreemangal24@gmail.com
Copyright © 2026 voiceofsreemangal. All rights reserved.