স্টাফ রিপোর্টার:
মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে আজ থেকে চালু হয়েছে বাস সার্ভিস। শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রত্যাশিত এই সেবা চালুর খবরে কলেজজুড়ে দেখা গেছে আনন্দের আমেজ।
কলেজ কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন (বি.আর.টি.সি)-এর সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে একটি দ্বিতল বাস চালু করা হয়েছে। বাসটি নির্ধারিত রুট ও সময়সূচি অনুযায়ী প্রতিদিন কলেজে শিক্ষার্থীদের আনা–নেওয়ার কাজ করবে।
রুট ও সময়সূচি
রবি ও সোমবার:
সকাল ৮:০০ ঘটিকায় কমলগঞ্জ উপজেলা থেকে শমসেরনগর, মুন্সিবাজার হয়ে কলেজ ক্যাম্পাসে পৌঁছাবে।
মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার:
সকাল ৮:০০ ঘটিকায় শেরপুর হতে সরকার বাজার, কাজিরবাজার, নতুন ব্রিজ, কামালপুর, থানাবাজার, কুসুমবাগ, বেরীর পাড়, শাহমোস্তফা রোড হয়ে কলেজ ক্যাম্পাসে আসবে।
উল্লেখিত দিনগুলোতে দুপুর ১:১০ মিনিটে কলেজ ক্যাম্পাস থেকে নির্ধারিত গন্তব্যে শিক্ষার্থীদের নিয়ে বাসটি ছেড়ে যাবে।
কলেজ প্রশাসন জানিয়েছে, শিক্ষার্থীদের অবশ্যই কলেজের নির্ধারিত ড্রেসকোড পরিধান করে যাতায়াত করতে হবে। সময়সূচি বা রুটে কোনো পরিবর্তন হলে তা কলেজের নোটিশ বোর্ড এবং অফিসিয়াল ফেসবুক পেইজে জানিয়ে দেওয়া হবে।
নতুন এই বাস সার্ভিস চালু হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে দেখা গেছে স্বস্তি ও সন্তুষ্টি। তারা আশা প্রকাশ করেছেন, এই উদ্যোগ তাদের দৈনন্দিন যাতায়াতকে আরও সহজ ও নিরাপদ করে তুলবে।
প্রধান সম্পাদক এহসান বিন মুজাহির, সম্পাদক ও প্রকাশক মুস্তাকিম আল মুনতাজ তালুকদার
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আইটিসিজি, হাজী এলেমান কবির মার্কেট (২য় তলা) কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার থেকে প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন: +৮৮০-১৬০১-৬০৮৬৮৮; ই-মেইল: voiceofsreemangal24@gmail.com
Copyright © 2026 voiceofsreemangal. All rights reserved.