মৌলভীবাজার-০৪ আসনে জমিয়তের মনোনীত প্রার্থী শেখ নূরে আলম হামিদী, ফেসবুকে ঐক্যের আহ্বান

মুস্তাকিম আল মুনতাজ, নিজস্ব প্রতিবেদক:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-০৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন মাওলানা শেখ নূরে আলম হামিদী। দলীয় প্রতীক হিসেবে খেজুরগাছ নিয়ে তিনি ভোটের মাঠে নামবেন।
মনোনয়নের ঘোষণার পরপরই গতকাল (১১ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি লিখেছেন, “জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সম্মানিত দায়িত্বশীলদের প্রতি আন্তরিক শুকরিয়া আদায় করছি, আমার মতো নগণ্য একজনকে দলীয় প্রার্থী ঘোষণা করেছেন। যদিও আমার মধ্যে কোনো ধরনের যোগ্যতা নেই, তবে তাদের এই সুধারণা আল্লাহ পাক কবুল করুন।”
তিনি আরও বলেন, “নির্বাচনের তফসিল ঘোষণার আগে পর্যন্ত অনেক রাজনৈতিক পট পরিবর্তন হতে পারে, তাই এখনই কোনো কিছু চূড়ান্তভাবে বলা কঠিন হবে। তবে তিনি নিজের অবস্থান স্পষ্ট করে বলেন, “আমি সব সময় মনে প্রাণে ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য চাই। আপনারাও যার যার অবস্থান থেকে ঐক্যের পক্ষে কাজ করার আহ্বান জানাচ্ছি।”
মাওলানা হামিদী সাধারণ কর্মী ও বিভিন্ন সংগঠনের সমর্থকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানিয়ে বলেন, “আমরা যারা সাধারণ কর্মী বা সমর্থক, তারাও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে পারি। অন্তত কেউ কারো বিরুদ্ধে লেখা বন্ধ করলে ঐক্যের পথে অনেক কাজ সহজ হবে।”
পোস্টের শেষে তিনি দেশবাসীর দোয়া কামনা করে বলেন, “আল্লাহ পাক আমাদের সবাইকে ইসলাম, দেশ ও মানবতার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার তাওফিক দান করুন।”
এমন একটি আহ্বান সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা আরও তীব্র হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নুরে আলম হামিদীর প্রার্থী হওয়া শুধু মৌলভীবাজার-০৪ আসনে নয়, বরং ইসলামপন্থী রাজনৈতিক অঙ্গনে একটি নতুন মাত্রা যোগ করবে। ইতোমধ্যে তৃণমূলে নির্বাচনী প্রস্তুতি এবং দলীয় কর্মীদের সমন্বয় জোরদার হয়েছে।
উল্লেখ্য যে, মাওলানা শেখ নূরে আলম হামিদী বরুণার পীর আল্লামা শায়খ খলীলুর রহমান হামিদী রহ.-এর সুযোগ্য বড় ছেলে। তিনি একই সাথে বাংলাদেশ ও ইংল্যান্ডের নাগরিক। বর্তমানে বরুণা মাদরাসার সদরে নায়েবে মুহতামিমের দায়িত্ব পালন করছেন। এছাড়াও মৌলভীবাজার জেলাসহ দেশ-বিদেশের বিভিন্ন সামাজিক সংগঠন ও আন্দোলন সংগ্রামের সাথে ওতোপ্রোতভাবে জড়িত।

























