স্টাফ রিপোর্টার, ভয়েস অব শ্রীমঙ্গল:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল–কমলগঞ্জ) আসনে প্রার্থী হওয়ার লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব প্রীতম দাশ শাপলা কলি প্রতীকের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
বুধবার (১২ নভেম্বর) রাত ৯টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজেই বিষয়টি নিশ্চিত করেন তিনি।
মনোনয়নপত্র সংগ্রহের পর এক প্রতিক্রিয়ায় প্রীতম দাশ বলেন, “আমি শ্রীমঙ্গল ও কমলগঞ্জবাসীর ভালোবাসা ও বিশ্বাসের ওপর ভরসা রেখেই নির্বাচনে অংশ নিচ্ছি। জনগণের পাশে থেকে তাদের সেবা করাই আমার রাজনীতির মূল লক্ষ্য।”
তিনি আরও বলেন, “শাপলা কলি প্রতীক শান্তি, ঐক্য ও পরিবর্তনের প্রতীক। আমি বিশ্বাস করি, এই প্রতীকের মাধ্যমেই আমরা একটি ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ গড়ে তুলতে পারব।”
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রীতম দাশের প্রার্থীতা মৌলভীবাজার-৪ আসনের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে এবং তরুণ প্রজন্মের মধ্যে অংশগ্রহণমূলক রাজনীতির আগ্রহ আরও বাড়াবে।
উল্লেখ্য, প্রীতম দাশ দীর্ঘদিন ধরে জাতীয় নাগরিক পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত থেকে সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দিয়ে আসছেন। পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও তাঁর রয়েছে সক্রিয় ভূমিকা।
প্রধান সম্পাদক এহসান বিন মুজাহির, সম্পাদক ও প্রকাশক মুস্তাকিম আল মুনতাজ তালুকদার
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আইটিসিজি, হাজী এলেমান কবির মার্কেট (২য় তলা) কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার থেকে প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন: +৮৮০-১৬০১-৬০৮৬৮৮; ই-মেইল: voiceofsreemangal24@gmail.com
Copyright © 2026 voiceofsreemangal. All rights reserved.