স্টাফ রিপোর্টার:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দেশের ২৩৭টি আসনে প্রার্থীদের প্রাথমিক তালিকা ঘোষণা করেছে।
সোমবার (৩ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন।
ঘোষিত তালিকায় মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল–কমলগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন আলহাজ্ব মো. মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)। তিনি দীর্ঘদিন ধরে দলের রাজনীতির সঙ্গে যুক্ত থেকে সংগঠনের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি এলাকায় একজন সুনামধন্য সমাজসেবক ও নিবেদিতপ্রাণ রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত।
দলীয় সূত্রে জানা গেছে, ঘোষণার পর থেকেই প্রার্থীরা নির্বাচনী মাঠে সক্রিয় হয়ে উঠেছেন। তারা তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় ও সাংগঠনিক কার্যক্রম জোরদার করছেন।
স্থানীয় রাজনৈতিক মহলে হাজী মুজিবের মনোনয়নকে ইতিবাচকভাবে দেখা হচ্ছে। অনেকের মতে, তার নেতৃত্বে মৌলভীবাজার-৪ আসনে বিএনপির সাংগঠনিক অবস্থান আরও মজবুত হবে।
প্রধান সম্পাদক এহসান বিন মুজাহির, সম্পাদক ও প্রকাশক মুস্তাকিম আল মুনতাজ তালুকদার
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আইটিসিজি, হাজী এলেমান কবির মার্কেট (২য় তলা) কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার থেকে প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন: +৮৮০-১৬০১-৬০৮৬৮৮; ই-মেইল: voiceofsreemangal24@gmail.com
Copyright © 2026 voiceofsreemangal. All rights reserved.