মৌলভীবাজারের কুলাউড়া শহরের যানজট নিরসন, ফুটপাত দখলমুক্ত এবং প্রধান সড়ক দুই লেনে উন্নীতকরণের দাবিতে কুলাউড়া সর্বস্তরের জনগণ ও শিক্ষার্থীদের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুর ১২টায় শহরের পৌরসভা কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় ব্যবসায়ী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকমণ্ডলী, ছাত্রছাত্রী, সামাজিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, কুলাউড়া একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক শহর হলেও সড়ক অব্যবস্থাপনা ও ফুটপাত দখলের কারণে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। প্রতিদিনের যানজটে মানুষ অতিষ্ঠ। এসব থেকে পরিত্রাণ পেতে হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
এসময় বক্তারা কঠিম হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত সময়ের মধ্যে দাবি বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ না নিলে ভবিষ্যতে বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে।
মানববন্ধনে নিম্নোক্ত১১ দফা দাবি উত্থাপন করেন-
১. প্রধান সড়ক দুই লেনে উন্নীতকরণ
২. ফুটপাত দখলমুক্ত করা
৩. সিএনজি স্ট্যান্ড শহরের বাইরে সরানো
৪. ট্রাফিক পুলিশ মোতায়েন
৫. অবৈধ পার্কিং বন্ধ
৬. সিসিটিভি সচল করা
৭. নির্ধারিত বাস স্টপেজ নিশ্চিত করা
৮. ড্রেন নির্মাণ দ্রুত শেষ করা
৯. লাইসেন্সবিহীন যানবাহন নিয়ন্ত্রণ
১০. পথচারীদের নিরাপদ চলাচলের ব্যবস্থা
১১. হকারদের পূর্ণ বিকল্প ব্যবস্থা
প্রধান সম্পাদক এহসান বিন মুজাহির, সম্পাদক ও প্রকাশক মুস্তাকিম আল মুনতাজ তালুকদার
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আইটিসিজি, হাজী এলেমান কবির মার্কেট (২য় তলা) কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার থেকে প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন: +৮৮০-১৬০১-৬০৮৬৮৮; ই-মেইল: voiceofsreemangal24@gmail.com
Copyright © 2026 voiceofsreemangal. All rights reserved.