শ্রীমঙ্গল প্রতিনিধি:
শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় অসহায়, দুঃস্থ ও দরিদ্র শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে যুব মজলিস শ্রীমঙ্গল পৌর শাখা। সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম–২০২৫ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার বিকেলে সংগঠনের কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব মজলিস শ্রীমঙ্গল পৌর শাখার সভাপতি নাঈম হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব মজলিস মৌলভীবাজার জেলা শাখার সভাপতি প্রিন্সিপাল এহসানুল হক।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর শাখার সেক্রেটারি শেখ সাদি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব মজলিস মৌলভীবাজার জেলা প্রশিক্ষণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ, শ্রীমঙ্গল উপজেলা সেক্রেটারি সাদিকুর রহমান, কাজি বদরুল আলম সোহান ও কামরুল ইসলাম ওহিসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে প্রতিটি অসহায় ও দুঃস্থ মানুষের ঘরে ঘরে গিয়ে কম্বল পৌঁছে দেওয়া হবে—ইনশাআল্লাহ।
তাঁরা আরও আশাবাদ ব্যক্ত করে বলেন, ভবিষ্যতেও যুব মজলিসের পক্ষ থেকে এ ধরনের মানবিক ও সমাজকল্যাণমূলক কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।
পরিশেষে যুব মজলিস শ্রীমঙ্গল উপজেলা শাখার সহ-সভাপতি সোলাইমান খান-এর মরহুমা মায়ের রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।
প্রধান সম্পাদক এহসান বিন মুজাহির, সম্পাদক ও প্রকাশক মুস্তাকিম আল মুনতাজ তালুকদার
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আইটিসিজি, হাজী এলেমান কবির মার্কেট (২য় তলা) কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার থেকে প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন: +৮৮০-১৬০১-৬০৮৬৮৮; ই-মেইল: voiceofsreemangal24@gmail.com
Copyright © 2026 voiceofsreemangal. All rights reserved.