রাজনগরে রাস্তার কাজ বন্ধ, জনদুর্ভোগে বিক্ষোভ মিছিল করল এলাকাবাসী

নিজস্ব প্রতিবেদক, রাজনগর :
মৌলভীবাজারের রাজনগর উপজেলার ফতেহপুরে খেয়াঘাট-ওয়াপদা সড়কের দীর্ঘদিনের বেহাল অবস্থায় ক্ষোভ প্রকাশ করে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে সচেতন নাগরিক ফোরাম।
জানা যায়, জানুয়ারিতে সড়কের উন্নয়নকাজ শুরু হলেও এপ্রিল থেকে কাজ বন্ধ হয়ে যায়। এতে স্থানীয়দের সীমাহীন ভোগান্তি বাড়ছে
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ১নং ফতেহপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডে আয়োজিত এ কর্মসূচির সঞ্চালনা করেন রাশেদ বিন শফিক।
মিছিলটি জাহিদপুর সিরাজ মার্কেট থেকে শুরু হয়ে আব্দুল্লাহপুর হয়ে বাংলাবাজার পর্যন্ত যায়। পরে পথসভায় বক্তব্য রাখেন আব্দুল্লাহপুর বাজারের ব্যবসায়ী সোহেল আহমদ, প্রবীণ মুরুব্বি আব্দুল আলী, আব্দুল্লাহপুর মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা শাহ আলম, ব্যবসায়ী হাশিম মিয়া, নানু মিয়াসহ অনেকে।
পথসভায় ঘোষণা পত্র পাঠ করেন রাশেদ বিন শফিক। এতে দ্রুত কাজ শুরু ও সঠিক পরিমাপে রাস্তা নির্মাণের দাবি জানানো হয়। অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেওয়া হয়।
কর্মসূচির আয়োজনে ছিলেন রাশেদ বিন শফিক, মোহাম্মদ আবদুল্লাহ, লিচকন মিয়া, রাজু মিয়া, এমদাদ আহমদ, আল আমিন মিয়া, সাজু মিয়া, জুয়েল, উজ্জ্বল মিয়া, পাবেল মিয়াসহ আরও অনেকে।
















