রাতের আঁধারে মানবসেবায় শ্রীমঙ্গলে তালামীযে ইসলামিয়ার কর্মীরা

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ আনজুমানে তালামিযে ইসলামিয়া শ্রীমঙ্গল উপজেলা শাখার আওতাধীন বরুণা-হাজীপুর আঞ্চলিক শাখার উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (৪জুন) রাতের আঁধারে সমাজের অর্ধশতাধিক অসহায়, দরিদ্র ও দুস্থ মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করে সংগঠনটি।
শাখা সভাপতি মোঃ মোবারক হোসাইন বলেন, নবিজি সা.-এর আদর্শ হচ্ছে অসহায় ও দুস্থদের পাশে দাঁড়ানো। সেই আদর্শ ধারণ করে বাংলাদেশ আনজুমানে তালামিযে ইসলামিয়া শ্রীমঙ্গল উপজেলা শাখার আওতাধীন বরুণা-হাজীপুর আঞ্চলিক শাখার উদ্যোগে অর্ধশতাধিক অসহায়, দরিদ্র ও দুস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।
এসময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও কর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, প্রতিটি প্যাকেটে আলু, পেঁয়াজ, রসুন, তৈল, আদা, মরিচ, হলুদ, ধনিয়া, গরম মসলা, গরু মাংসের মসলা, লবণ ইত্যাদি ছিল।