নিজস্ব প্রতিবেদক, শ্রীমঙ্গল:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রথমবারের মতো রেলওয়ে স্টেশনে চালু হলো “পাঠক কর্নার” নামে একটি বুক স্টল। আজ বিকেলে শ্রীমঙ্গল পৌরসভার উদ্যোগে এই পাঠক কর্নারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইসলাম উদ্দিন ফিতা কেটে পাঠক কর্নারের শুভ উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণমাধ্যমকর্মী ও সংস্কৃতি অঙ্গনের ব্যক্তিবর্গ।
উদ্যোগটির মাধ্যমে যাত্রীরা অপেক্ষার সময় বই পড়ে সময় কাটাতে পারবেন। স্টলে বিভিন্ন বিষয়ের বই রাখা হয়েছে—সাহিত্য, ইতিহাস, শিশুতোষ বইসহ নানা বিভাগে সাজানো হয়েছে পাঠ্য উপকরণ।
উদ্বোধনী অনুষ্ঠানে পৌর প্রশাসক মো. ইসলাম উদ্দিন বলেন, “যাত্রীদের জন্য অপেক্ষার সময়টাকে সার্থক করতে ও পাঠাভ্যাস বৃদ্ধির উদ্দেশ্যে এই উদ্যোগ নেয়া হয়েছে। শ্রীমঙ্গলের পর্যটন ভাবমূর্তির সঙ্গেও এটি ইতিবাচক ভূমিকা রাখবে।”
সাংবাদিক এহসান বিন মুজাহির মনে করেন, “শ্রীমঙ্গলে এমন মানবিক ও জ্ঞানভিত্তিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। যাত্রীরা ট্রেনের অপেক্ষায় ফেসবুকে স্ক্রল না করে বই হাতে নিতে পারবেন—এটা ইতিবাচক পরিবর্তন।”
শ্রীমঙ্গল সরকারি কলেজের শিক্ষার্থী সায়েম আহমেদ বলেন, “আমরা প্রতিদিন কলেজে যাওয়ার সময় স্টেশন দিয়ে যাই। এখন এখানে এসে বই পড়া যাবে—এটা দারুণ ব্যাপার। এতে পাঠাভ্যাস বাড়বে।”
স্থানীয় ব্যবসায়ী খালেদ সাইফুল্লাহ বলেন, “রেলস্টেশনে আগে শুধু চা-নাস্তার দোকান ছিল, এখন বইয়ের দোকানও হলো—এটা আমাদের এলাকার মর্যাদা আরও বাড়াবে।”
শ্রীমঙ্গল চায়ের রাজধানী ও পর্যটন নগরী হিসেবে পরিচিত। সেখানে এমন উদ্যোগ যাত্রী ও পাঠপ্রেমীদের কাছে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন স্থানীয়রা।
প্রধান সম্পাদক এহসান বিন মুজাহির, সম্পাদক ও প্রকাশক মুস্তাকিম আল মুনতাজ তালুকদার
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আইটিসিজি, হাজী এলেমান কবির মার্কেট (২য় তলা) কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার থেকে প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন: +৮৮০-১৬০১-৬০৮৬৮৮; ই-মেইল: voiceofsreemangal24@gmail.com
Copyright © 2026 voiceofsreemangal. All rights reserved.