স্টাফ রিপোর্টার, ভয়েস অব শ্রীমঙ্গল:
জুলাই গণহত্যার দায়ে স্বৈরাচার শেখ হাসিনার রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে সারাদেশে লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে কর্মকাণ্ড নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ। এই কর্মসূচিকে কেন্দ্র করে গত দুদিন ধরেই মৌলভীবাজারের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। তবে আওয়ামী লীগ না থাকলেও জেলার বিভিন্ন উপজেলায় মাঠে রয়েছে বিএনপি, জামায়াত ইসলামী, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন ও এনসিপির নেতা-কর্মীরা।
গত বুধবার রাত থেকেই জেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। বুধবার রাতে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা মৌলভীবাজার শহরে বিক্ষোভ মিছিল করার চেষ্টা করলে ধাওয়া দেন বিভিন্ন দলের নেতাকর্মীরা।
এদিকে আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোর থেকেই মাঠে নামে জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের নেতাকর্মীরা। ফজরের নামাজের পরপরই তাদেরকে বিভিন্ন পয়েন্টে অবস্থান নিতে দেখা যায়। এদিন সকাল ৯টায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল চৌমুহনী পয়েন্টে খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন, বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অবস্থান করেন।
এ সময় "একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর", "খুনি হাসিনার ঠিকানা, বাংলাদেশে হবে না", " ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই, "আওয়ামীলীগের চামড়া, তুলে নিব আমরা" ইত্যাদি শ্লোগান দিতে দেখা যায়।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, ‘জুলাই গণহত্যার বিচার নিয়ে টালবাহানা চলছে। এত এত প্রমাণ থাকার পরও সরকার টালবাহানা করছে। আওয়ামী লীগ মানুষ নয়, পশু। মানুষের প্রতি মানুষ দয়া দেখায়, কিন্তু এরা তো পশু। হাসিনাকে আমরা একটা লাল কার্ড দেখিয়েছি। কিন্তু ভবিষ্যতে যারা ফ্যাসিস্ট হয়ে উঠবেন তাদের জন্যে ডাবল লাল কার্ড রেডি করে রেখেছে ছাত্র-জনতা।’
তারা আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর রাজনীতিতে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ তাদের কর্মসূচির মাধ্যমে আবারো বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে বলে আওয়ামীলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ। যেকোনো মূল্যে তাদেরকে প্রতিহত করা হবে। এদেশে তাদের কার্যক্রম সফল হতে দেওয়া হবে না।
তবে জেলাজুড়ে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বিভিন্ন সড়কে টহল দিয়েছে পুলিশ ও সেনাবাহিনী। পাশাপাশি যানবাহন চলাচলেও কোন প্রকার ব্যাঘাত ঘটেনি। ফলে প্রধান সড়কগুলোতে যানবাহন চলাচল স্বাভাবিক ছিল।
প্রধান সম্পাদক এহসান বিন মুজাহির, সম্পাদক ও প্রকাশক মুস্তাকিম আল মুনতাজ তালুকদার
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আইটিসিজি, হাজী এলেমান কবির মার্কেট (২য় তলা) কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার থেকে প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন: +৮৮০-১৬০১-৬০৮৬৮৮; ই-মেইল: voiceofsreemangal24@gmail.com
Copyright © 2026 voiceofsreemangal. All rights reserved.