স্টাফ রিপোর্টার:
মৌলভীবাজারের কমলগঞ্জে অবস্থিত দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটনকেন্দ্র লাউয়াছড়া জাতীয় উদ্যানের প্রবেশদ্বারে হঠাৎ করেই গাড়ি পার্কিং বন্ধ করে দেওয়ায় বিপাকে পড়েছেন ভ্রমণপিপাসুরা।
বন বিভাগের দাবি, পরিবেশ ও বন্যপ্রাণী সুরক্ষার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে পূর্ব ঘোষণা ছাড়া হঠাৎ এ নিয়ম কার্যকর করায় ক্ষোভ ও ভোগান্তির শিকার হচ্ছেন ভ্রমণকারীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, আগে উদ্যানের প্রবেশপথের সামনেই গাড়ি পার্কিং করার সুযোগ ছিল। কিন্তু সম্প্রতি কোন প্রকার নোটিশ ছাড়াই সেটি বন্ধ করে দেওয়া হয়েছে। এতে দূর-দূরান্ত থেকে আসা পর্যটকরা বাধ্য হয়ে কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের দুই পাশে গাড়ি রাখতে হচ্ছে। এতে যানজটের পাশাপাশি নিরাপত্তা ঝুঁকিও তৈরি হয়েছে। অনেকেই পার্কিং সমস্যার কারণে হতাশ হয়ে ভ্রমণ না করেই ফিরে গেছেন।
সম্প্রতি প্রবেশপথে পর্যটক আকর্ষণের জন্য ‘I Love Comolganj’ লেখা একটি ফলক বসানো হয়েছে। তবে সেই স্থানেই পূর্বে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা থাকায় এখন সেটি ব্যবহার অযোগ্য হয়ে পড়েছে।
লাউয়াছড়া বন রেঞ্জ কর্মকর্তা নাজমুল ইসলাম বলেন, “উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই আপাতত পার্কিং বন্ধ রাখা হয়েছে।”
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক জামিল মোহাম্মদ খান জানান, “পর্যটক সুবিধা ও উদ্যান সুরক্ষা—দুটির মধ্যে সমন্বয় করেই স্থায়ী সমাধানের ব্যবস্থা নেওয়া হবে।”
পর্যটকদের ভোগান্তি স্বীকার করেও বন বিভাগ জানিয়েছে, উদ্যানের সুরক্ষা ও বন্যপ্রাণী সংরক্ষণই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। তবে শিগগিরই বিকল্প পার্কিং ব্যবস্থার উদ্যোগ নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
প্রধান সম্পাদক এহসান বিন মুজাহির, সম্পাদক ও প্রকাশক মুস্তাকিম আল মুনতাজ তালুকদার
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আইটিসিজি, হাজী এলেমান কবির মার্কেট (২য় তলা) কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার থেকে প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন: +৮৮০-১৬০১-৬০৮৬৮৮; ই-মেইল: voiceofsreemangal24@gmail.com
Copyright © 2026 voiceofsreemangal. All rights reserved.