স্টাফ রিপোর্টার:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের জানকিছড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় সিরাজ মিয়া (৬৫) নামে এক বন টহল সদস্য নিহত হয়েছেন।
গতকাল বুধবার ভোরে লাউয়াছড়া বনবিটের আওতাধীন জানকিছড়া ক্যাম্পে রাতের ডিউটি শেষে পায়ে হেঁটে বাড়ি ফেরার পথে দ্রুতগামী একটি গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত সিরাজ মিয়া কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের ডলুছড়া গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে লাউয়াছড়া কমিউনিটি পেট্রোলিং গ্রুপের (সিপিজি) সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো ডিউটি শেষে শ্রীমঙ্গল–ভানুগাছ সড়ক ধরে বাড়ি ফিরছিলেন সিরাজ মিয়া। পথিমধ্যে জানকিছড়া এলাকায় পেছন দিক থেকে দ্রুতগামী একটি যানবাহন তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে বন বিভাগ, কমলগঞ্জ থানা পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
লাউয়াছড়া সহ-ব্যবস্থাপনা নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ জনক দেববর্মা বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে আমরা বন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে ঘটনাস্থলে যাই। নিহত সিরাজ মিয়ার পরিবারকে তাৎক্ষণিক আর্থিক সহায়তা দেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও পাশে থাকব।”
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো. মাহফুজুল কবির বলেন, “নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি। উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”
প্রধান সম্পাদক এহসান বিন মুজাহির, সম্পাদক ও প্রকাশক মুস্তাকিম আল মুনতাজ তালুকদার
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আইটিসিজি, হাজী এলেমান কবির মার্কেট (২য় তলা) কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার থেকে প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন: +৮৮০-১৬০১-৬০৮৬৮৮; ই-মেইল: voiceofsreemangal24@gmail.com
Copyright © 2026 voiceofsreemangal. All rights reserved.