অনলাইন ডেস্ক:
রিং ফিডারের সংস্কার কাজের জন্য কাজের জন্য মৌলভীবাজার জেলা সদরের বেশ কয়েকটি এলাকায় শিডিউল মোতাবেক শনিবার (২৫ অক্টোবর) সকাল ৬ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে বিক্রয় ও বিতরণ বিভাগ (বিউবো)।
মৌলভীবাজার বিদ্যুৎ বিভাগের বিক্রয় ও বিতরণ শাখার নির্বাহী প্রকৌশলী হোসাইন মোহাম্মদ সাব্বির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি থেকে জানা যায়, প্রকল্প কর্তৃক অত্র দপ্তরের আওতাধীন ৩৩ কেভি রিং ফিডারের সংস্কার কাজের জন্য শিডিউল মোতাবেক ১১ কেভি ফিডার সমূহের সংশ্লিষ্ট এলাকায় সকাল ৬ টাকা থেকে বিকেল ৫ টা পর্যন্ত টানা ১১ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
সংশ্লিষ্ট ফিডারগুলো হলো—১১ কেডি গীর্জাপাড়া ফিডার, সার্কিট হাউজ ফিডার, পশ্চিম বাজার ফিডার, শমসেনগর ফিডার, চাঁদনীঘাট ফিডার
বিদ্যুৎহীন থাকবে যেসব এলাকা—কোট রোড, গীর্জাপাড়া, চৌমুহনা, সাবিয়া, শুজারাই, শান্তিবাগ, সেন্ট্রাল রোড, এম. সাইফুর রহমান রোড, পুরাতন হাসপাতাল রোড, পশ্চিমবাজার, মুসলিম কোয়ার্টার, বেরীরচর, দরগামহল্লা, শাহ-মোস্তফা রোড, বেরীর পাড়, সৈয়ারপুর, শমশেরনগর রোড, কার্তিক চন্দ্র রোড, রিয়াছত উল্লা রোড, শ্যামলী রোড, মাতারকাপন, মাইজপাড়া, বর্ষিজোড়া, শিমুল তলা, মনুব্রীজ, ধনাশ্রী, হাসানপুর, চাঁদনীঘাট, ইসলামপুর, একাটুনা, কালারবাজার, উত্তরমুলাইম, নবীনগর, রায়পুর, বিরাইমাবাদ, মল্লিকসরাই।
এছাড়াও নির্মাণকাজ শেষ হয়ে গেলে নির্ধারিত সময়ের আগেও বিদ্যুৎ সরবরাহ চালু করা হতে পারে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
প্রধান সম্পাদক এহসান বিন মুজাহির, সম্পাদক ও প্রকাশক মুস্তাকিম আল মুনতাজ তালুকদার
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আইটিসিজি, হাজী এলেমান কবির মার্কেট (২য় তলা) কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার থেকে প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন: +৮৮০-১৬০১-৬০৮৬৮৮; ই-মেইল: voiceofsreemangal24@gmail.com
Copyright © 2026 voiceofsreemangal. All rights reserved.