স্টাফ রিপোর্টার, ভয়েস অব শ্রীমঙ্গল:
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
রবিবার (২৮ ডিসেম্বর) বেলা ২টায় শ্রীমঙ্গলের সর্বস্তরের সাধারণ জনগণের ব্যানারে এই কর্মসূচি শুরু হয়। কর্মসূচি চলাকালে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ একে একে সেখানে জড়ো হন। শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে ওঠে শ্রীমঙ্গলের চৌমুহনী চত্বর।
শ্রীমঙ্গলের গুরুত্বপূর্ণ এই পয়েন্টে অবস্থান নেওয়ার ফলে হবিগঞ্জ-মৌলভীবাজারগামী সড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়। কর্মসূচির আশপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল উপস্থিতি লক্ষ্য করা গেছে। এ সময় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের যানবাহন নিয়ন্ত্রণ করতে দেখা যায়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের অগ্রসেনানী ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার স্বপ্নদ্রষ্টা শহীদ ওসমান হাদির হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলমান থাকবে।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বলেন, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো হত্যাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হয়নি, যা অত্যন্ত হতাশাজনক। তারা অভিযোগ করেন, একটি পরিকল্পিত হত্যাকাণ্ডের বিচার বিলম্বিত হওয়া ন্যায়বিচারের পরিপন্থী এবং এতে অপরাধীরা আরও উৎসাহিত হচ্ছে।
তারা আরও বলেন, শহীদ ওসমান হাদি শুধু একজন ব্যক্তি নন—তিনি একটি আদর্শের নাম। সেই আদর্শ রক্ষা এবং শহীদের আত্মত্যাগের মর্যাদা প্রতিষ্ঠার জন্যই ছাত্র-জনতা রাজপথে নামতে বাধ্য হয়েছে।
বক্তারা অবিলম্বে দোষীদের চিহ্নিত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোরালো আহ্বান জানান। একই সঙ্গে তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন আরও জোরদার করা হবে।
প্রধান সম্পাদক এহসান বিন মুজাহির, সম্পাদক ও প্রকাশক মুস্তাকিম আল মুনতাজ তালুকদার
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আইটিসিজি, হাজী এলেমান কবির মার্কেট (২য় তলা) কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার থেকে প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন: +৮৮০-১৬০১-৬০৮৬৮৮; ই-মেইল: voiceofsreemangal24@gmail.com
Copyright © 2026 voiceofsreemangal. All rights reserved.