সুনামগঞ্জ প্রতিনিধি:
‘সৃষ্টির সেবায় স্রষ্টার সন্তুষ্টি’ এই স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় খিদমাহ ব্লাড ব্যাংক শান্তিগঞ্জ উপজেলা শাখা ও সুনামগঞ্জ সদর উপজেলা শাখার যৌথ উদ্যোগে জয়কলস মাদ্রাসায় ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ অক্টোবর) দিনব্যাপী আয়োজিত এ ক্যাম্পে এক শতাধিক মানুষের রক্তের গ্রুপ সম্পূর্ণ বিনামূল্যে নির্ণয় করে জানিয়ে দেওয়া হয়।
ক্যাম্পিং উদ্বোধন করেন খিদমাহ সুনামগঞ্জ সদর উপজেলা শাখার সাবেক পরিচালক ও বর্তমান উপদেষ্টা মাওলানা আব্দুল মালিক ত্বাহা হাফিযাহুল্লাহ এবং খিদমাহ ব্লাড ব্যাংকের কেন্দ্রীয় সেক্রেটারি আবু সাঈদ ইসহাক।
এসময় আরও উপস্থিত ছিলেন খিদমাহ সুনামগঞ্জ সদর উপজেলা শাখার পরিচালক মাওলানা যুবায়ের আহমদ সাদী, শান্তিগঞ্জ উপজেলা শাখার পরিচালক আফসর উদ্দিন, সদর শাখার সদস্য শাহরিয়ার হাসান, নাঈম আহমদ, হাম্মাদ আহমদ নাঈম, আরিয়ান নাহিদ, শান্তিগঞ্জ শাখার সহকারী কোষাধ্যক্ষ নূরুল আমীন ও খিদমাহ’র শুভাকাঙ্ক্ষী সায়েফ আহমদ প্রমুখ।
রক্তের গ্রুপ নির্ণয়ের পাশাপাশি অংশগ্রহণকারীদের রক্তদানে উদ্বুদ্ধ করতে খিদমাহ ব্লাড ব্যাংকের পক্ষ থেকে সচেতনতামূলক আলোচনা করা হয়। আয়োজকরা জানান, মানুষের সেবায় খিদমাহ ব্লাড ব্যাংক ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।
প্রধান সম্পাদক এহসান বিন মুজাহির, সম্পাদক ও প্রকাশক মুস্তাকিম আল মুনতাজ তালুকদার
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আইটিসিজি, হাজী এলেমান কবির মার্কেট (২য় তলা) কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার থেকে প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন: +৮৮০-১৬০১-৬০৮৬৮৮; ই-মেইল: voiceofsreemangal24@gmail.com
Copyright © 2026 voiceofsreemangal. All rights reserved.