নিজস্ব প্রতিবেদক, কমলগঞ্জ:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের মুন্সিবাজার মুন্সিবাড়ির কুঞ্জবনে প্রায় ২০০ অসহায় হিন্দু ও মুসলিম পরিবারের মধ্যে নতুন শাড়ি ও কাপড় বিতরণ করা হয়েছে।
রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে সুহাস সমর ওয়েলফেয়ার সোসাইটি এর উদ্যোগে এ বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুন্সিবাড়ির জমিদার সুনিলময় কুমার দাশ চৌধুরী, অনিকা দাস চৌধুরী, মৌলভীবাজার পৌরসভার ১নং ওয়ার্ডের বারবার নির্বাচিত সাবেক কাউন্সিলর বাবু স্বাগত কিশোর দাশ চৌধুরীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় বক্তারা বলেন, হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে এ ধরনের সামাজিক কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার এ উদ্যোগ দুর্গাপূজার আনন্দকে সবার মাঝে ছড়িয়ে দিয়েছে।
তারা আরও বলেন, রহিমপুর ইউনিয়নকে শান্তিপূর্ণ ও উৎসবমুখর করে তুলতে এবং সকল ধর্মের মানুষকে একসাথে মিলেমিশে রাখতে এমন উদ্যোগ কার্যকর ভূমিকা পালন করবে।
প্রধান সম্পাদক এহসান বিন মুজাহির, সম্পাদক ও প্রকাশক মুস্তাকিম আল মুনতাজ তালুকদার
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আইটিসিজি, হাজী এলেমান কবির মার্কেট (২য় তলা) কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার থেকে প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন: +৮৮০-১৬০১-৬০৮৬৮৮; ই-মেইল: voiceofsreemangal24@gmail.com
Copyright © 2026 voiceofsreemangal. All rights reserved.