স্টাফ রিপোর্টার :
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অনুষ্ঠিত মরহুম শফিকুর রহমান এমপি ও আব্দুল হাই চেয়ারম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর মেগা ফাইনালে কালাপুর ইউনিয়নকে ৫-৪ গোলে হারিয়ে শিরোপা জিতেছে শ্রীমঙ্গল সদর ইউনিয়ন।
গত শুক্রবার (৮ আগস্ট) বিকেল ৪টায় শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের কাকিয়াবাজার উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় ৩নং শ্রীমঙ্গল সদর ইউনিয়ন ও ৫নং কালাপুর ইউনিয়ন। ম্যাচের শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে উত্তেজনা ছড়ায় মাঠজুড়ে। খেলার ১০ মিনিটের মাথায় প্রথম গোল করে এগিয়ে যায় শ্রীমঙ্গল সদর ইউনিয়ন। তবে মুহূর্তের মধ্যেই পাল্টা আক্রমণে সমতায় ফেরে কালাপুর। ১-১ গোলে শেষ হয় প্রথমার্ধ।
বিরতির পর বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তারকা খেলোয়াড় মাসুক মিয়া জনির গোলে আবারও লিড নেয় সদর ইউনিয়ন। কিন্তু দৃঢ় প্রত্যয়ে খেলায় ফিরে আসে কালাপুর ইউনিয়ন, সমতা ফেরে ২-২ এ।
নির্ধারিত সময় শেষে গড়ায় টাইব্রেকারে। প্রথম পাঁচ শট শেষে (৩-৩) সমতা থাকায় ম্যাচ যায় সাডেন ডেথে। সেখানে আরও তিন শটের লড়াই শেষে ৫-৪ গোলে জয় নিশ্চিত করে সদর ইউনিয়ন।
ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হন বিজয়ী দলের গোলরক্ষক বিশাল হরিজন, যিনি টাইব্রেকারে একাধিক গুরুত্বপূর্ণ সেভ করে দলকে শিরোপা এনে দেন।
খেলা শেষে পৌর যুবদলের আহ্বায়ক সারোয়ার হোসেনের সভাপতিত্বে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি বিএনপির জাতীয় নির্বাহী কেন্দ্রীয় কমিটির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দুরুদ আহমেদ মাস্টার, উপজেলা বিএনপির আহ্বায়ক নূরুল আলম সিদ্দিকি, যুগ্ম আহ্বায়ক তাজ উদ্দিন তাজু, কাকিয়াবাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নোমান আহমদ সিদ্দিকি, মোছাব্বির আলী মুন্না, আহ্বায়ক কমিটির সদস্য মশিউর রহমান রিপন এবং সকিনা সিএনজি ও ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী শের আলী হেলাল চৌধুরী প্রমুখ।
প্রধান সম্পাদক এহসান বিন মুজাহির, সম্পাদক ও প্রকাশক মুস্তাকিম আল মুনতাজ তালুকদার
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আইটিসিজি, হাজী এলেমান কবির মার্কেট (২য় তলা) কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার থেকে প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন: +৮৮০-১৬০১-৬০৮৬৮৮; ই-মেইল: voiceofsreemangal24@gmail.com
Copyright © 2026 voiceofsreemangal. All rights reserved.