শ্রীমঙ্গলের সিন্দুরখান ইউনিয়ন তালামীযের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া শ্রীমঙ্গল উপজেলাধীন ৪নং সিন্দুরখান ইউনিয়ন শাখার ২০২৫-২৬ সেশনের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২৭জুন) বিকেলে সিন্দুরখান বাজারে শাখার সভাপতি মোঃ মোজাম্মিল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহফুজ আহমদ ও আব্দুল্লাহ আল নোমানের যৌথ সঞ্চালনায় এ আয়োজন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি মাওলানা মুজিবুর রহমান আল মাদানি।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে নবনির্বাচিত কমিটির দায়িত্বশীলদেরকে শপথ বাক্য পাঠ করান শ্রীমঙ্গল উপজেলা তালামীযের সভাপতি ছাত্রনেতা মোঃ নাজমু্ল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা তালামীযের সাধারণ সম্পাদক শায়েল আহমদ, সহসাধারণ সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন ইমন,
সাংগঠনিক সম্পাদক হাফিজ রুহুল আমিন, সহসাংগঠনিক সম্পাদক আব্দুল মুকিত।
এছাড়াও উপস্থিত ছিলেন সিন্দুরখান ইউনিয়ন আল ইসলাহ সেক্রেটারি শামছুল আলম, শ্রীমঙ্গল আলিয়া মাদ্রাসার শিক্ষক সালেহ আহমদ, ডোবাগাও বি ইউ দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুল হান্নান, সিন্দুরখান বাজার জামে মসজিদের খতিব মাওলানা সৈয়দ আহমদ আলী, উপজেলা তালামীযের সহপ্রচার সম্পাদক নজরুল ইসলাম, শহর শাখার সাংগঠনিক সম্পাদক ইমাদ হাসান, শহর শাখার দায়িত্বশীল সামাউন আহমদ, আব্দুল আহাদ, সিন্দুরখান ইউপি সাবেক সভাপতি শামছুল হক রাকিব প্রমূখ।
এ সময় সিন্দুরখান ইউনিয়ন আল ইসলাহ, তালামীযে ইসলামিয়ার নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন।
















