স্টাফ রিপোর্টার, ভয়েস অব শ্রীমঙ্গল:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ভৈরবগঞ্জ বাজারে অবস্থিত আইডিয়াল কোচিং সেন্টারের উদ্যোগে বার্ষিক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) সকাল ১১টায় কোচিং সেন্টারের হল রুমে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক মো. মুস্তাকিম আহমদ।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাজাত ইসলামী মারকাযের সেক্রেটারি মাওলানা আব্দুল খালিক, ভয়েস অব শ্রীমঙ্গলের সম্পাদক ও প্রকাশক এবং আজকের বাংলার মৌলভীবাজার প্রতিনিধি মুস্তাকিম আল মুনতাজ তালুকদার, মাওলানা সাইফুর রহমান এবং এডোবি আইটি ইনস্টিটিউটের পরিচালক মাওলানা জাহিদ আহমদ, কোচিং সেন্টারের পরিচালক মুস্তাকিম আহমেদ এর পিতা মো: সুরাব মিয়া, কালাপুর গ্যাস পাম্পের ইমাম কারী সোহেল আহমদ প্রমূখ।
অতিথিরা তাদের বক্তব্যে বলেন, “বর্তমান প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে মানসম্মত শিক্ষা, নৈতিক চর্চা এবং ধর্মীয় অনুশীলনকে সমন্বিত করা জরুরি। দোয়া মাহফিল শিক্ষার্থীদের আত্মিক জাগরণ ও নৈতিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখে।”
তারা আরও বলেন, “শিক্ষার্থীদের শুধু পরীক্ষাভিত্তিক প্রস্তুতিতে সীমাবদ্ধ থাকলে চলবে না; সৃজনশীলতা, প্রযুক্তি–জ্ঞান, ব্যক্তিত্ব গঠন এবং মূল্যবোধ অর্জনের দিকেও সমান মনোযোগী হতে হবে। শিক্ষক–শিক্ষার্থীর পারস্পরিক শ্রদ্ধা ও সুসম্পর্ক শিক্ষার মান উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
সভাপতির বক্তব্যে নির্বাহী পরিচালক মো. মুস্তাকিম আহমদ বলেন, “প্রতিষ্ঠার শুরু থেকেই আইডিয়াল কোচিং সেন্টার শিক্ষার্থীদের সুষ্ঠু শিক্ষা, নৈতিক মূল্যবোধ, চরিত্র গঠন ও মানবিক গুণাবলি অর্জনে কাজ করে যাচ্ছে। পাঠ্যপুস্তকের বাইরেও জীবনের জন্য প্রয়োজনীয় আদর্শ শেখাতে এ ধরনের ধর্মীয় আয়োজন অত্যন্ত সহায়ক। ভবিষ্যতে শিক্ষার্থীদের উন্নতির লক্ষ্যে আমাদের কার্যক্রম আরও বিস্তৃত করা হবে।”
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক, কোচিং সেন্টারের শিক্ষক-শিক্ষিকা ও শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। শেষে দেশ, জাতি, শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের সার্বিক কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।
প্রধান সম্পাদক এহসান বিন মুজাহির, সম্পাদক ও প্রকাশক মুস্তাকিম আল মুনতাজ তালুকদার
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আইটিসিজি, হাজী এলেমান কবির মার্কেট (২য় তলা) কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার থেকে প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন: +৮৮০-১৬০১-৬০৮৬৮৮; ই-মেইল: voiceofsreemangal24@gmail.com
Copyright © 2026 voiceofsreemangal. All rights reserved.