শ্রীমঙ্গলে আন্তর্জাতিক মানের রেস্টরুম ও ওয়াশরুম নির্মাণ কাজের উদ্বোধন

স্টাফ রিপোর্টার:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভার অর্থায়নে আন্তর্জাতিক মানের রেস্টরুম ও ওয়াশরুম নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
রবিবার (১৯ অক্টোবর) সকালে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠ সংলগ্ন এ নির্মাণ কাজের উদ্বোধন করেন শ্রীমঙ্গল পৌরসভার প্রশাসক জনাব ইসলাম উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জহিরুল ইসলাম, প্রকৌশলী ইউসুফ হোসেন খান, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও নির্মাণ কাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসক ইসলাম উদ্দিন বলেন,
“শ্রীমঙ্গল পৌরসভা নাগরিক সেবার মানোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই রেস্টরুম ও ওয়াশরুম নির্মাণ সম্পন্ন হলে খেলোয়াড়সহ সাধারণ মানুষের জন্য এটি একটি আধুনিক সুবিধা হবে।”
পৌরসভা সূত্রে জানা গেছে, এই প্রকল্পের মাধ্যমে খেলোয়াড়দের জন্য উন্নতমানের রেস্টরুম, ওয়াশরুম ও প্রয়োজনীয় আনুষঙ্গিক সুবিধা স্থাপন করা হবে, যা স্থানীয় ও জাতীয় ক্রীড়া আয়োজনেও ব্যবহার করা যাবে।



















