শ্রীমঙ্গলে সর্বসাধারণের সাথে বিএনপি নেতার মতবিনিময় সভা

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলাধীন উদনাপাড় এলাকার সর্বসাধারণের সাথে শনিবার (২৮জুন) সকালে মতবিনিময় করেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী ( হাজী মুজিব)।
এসময় উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক নূরুল আলম সিদ্দিকী, যুগ্ম আহ্বায়ক তাজ উদ্দিন তাজু, সদস্য মকসুদ আলী, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক শামিম আহমদে, সদস্য সৈয়দ সালাউদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ু মিয়া, যুবদল নেতা রুবেল আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি বেলাল আহমদ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বিএনপি করার কারণে এলাকার লোকজন অভিযোগ করেন আওয়ামীলীগ সরকারের সাবেক কৃষি মন্ত্রী তাদের ওপর বিভিন্ন অত্যাচার করেন। তাদেরকে বিভিন্ন মামলায় জর্জরিত করা হয়। এছাড়া তাদেরকে উন্নয়ন থেকে বঞ্চিত করে রাখা হয়। হাজী মুজিব এলাকার লোকজনের কথা মনোযোগ দিয়ে শোনেন।
তিনি তাদের আস্বস্ত করেন ইনশাআল্লাহ আগামীতে বিএনপি সরকার গঠন করলে এই এলাকার রাস্তা ঘাটসহ তাদের উন্নয়ন মূলক সকল দাবী দাওয়া পূরণ করা হবে। তারা যেন আগামী ইলেকশনে সবাইকে নিয়ে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ধানের শীষের প্রার্থীকে বিপুল ভোটে জয়লাভ করান বলে হাজী মুজিব তাদের অনুরোধ করেন।
















