স্টাফ রিপোর্টার, ভয়েস অব শ্রীমঙ্গল:
মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল–কামালগঞ্জ) আসনের এমপি প্রার্থী হারুনুর রশিদের সমর্থনে শ্রীমঙ্গলে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেল ৫টায় বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে ভানুগাছ বাস স্ট্যান্ডস্থ রেলওয়ে মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সহ চা-শ্রমিক বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম শিপন।
প্রধান অতিথির বক্তব্যে সিরাজুল ইসলাম শিপন বলেন, “শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় শক্তিশালী নেতৃত্ব প্রয়োজন। গণ অধিকার পরিষদ সবসময় গণমানুষের পাশে রয়েছে। আমাদের মৌলভীবাজার–৪ আসনের প্রার্থী হারুনুর রশিদ দীর্ঘদিন ধরে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। আমরা তাঁর পাশে আছি।”
সমাবেশে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদ মৌলভীবাজার জেলার সিনিয়র সহসভাপতি এবং মৌলভীবাজার–৪ আসনের এমপি প্রার্থী হারুনুর রশিদ।
প্রধান আলোচকের বক্তব্যে হারুনুর রশিদ বলেন, “শ্রমিকদের উন্নয়ন, নিরাপত্তা ও সুশাসন নিশ্চিত করা আমার অঙ্গীকার। কথায় নয়, কাজে বিশ্বাসী আমি। তাই আসন্ন জাতীয় নির্বাচনে ট্রাক মার্কায় আপনাদের সমর্থন চাই। নির্বাচিত হলে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে সবসময় পাশে থাকবো।”
চা-শিল্প নিয়ে তাঁর পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, “চায়ের রাজধানী শ্রীমঙ্গল চা শিল্পের জন্য বিখ্যাত। আমি নিজেও একজন চা-পাতা ব্যবসায়ী। তাই চা শিল্পের আধুনিকায়ন ও বিপ্লবে বিশেষ পরিকল্পনা নিয়েছি। পাশাপাশি এলাকার বেকারত্ব দূরীকরণে কার্যকর উদ্যোগ গ্রহণ করব।”
সমাবেশে সভাপতিত্ব করেন গণঅধিকার পরিষদ মৌলভীবাজার জেলা সভাপতি অপু রায়হান এবং সঞ্চালনায় ছিলেন যুব অধিকার পরিষদ শ্রীমঙ্গল উপজেলা সভাপতি মো. আরিফ হোসেন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন—জেলা গণ অধিকার পরিষদের সহসভাপতি নাহিদা খানম, ক্রীড়া সম্পাদক আমির আলী, জেলা যুব অধিকার পরিষদের অর্থ সম্পাদক আব্দুস ছাত্তার এবং গণঅধিকার পরিষদ শ্রীমঙ্গল উপজেলা সাধারণ সম্পাদক খালিদ বিন ওয়ালিদ।
সভাপতির বক্তব্যে অপু রায়হান বলেন, “শ্রমিকরা দেশের চালিকাশক্তি। তাঁদের অধিকার নিশ্চিত করতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করছি।”
সমাবেশে শ্রীমঙ্গলের বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, যুবসমাজ এবং সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
প্রধান সম্পাদক এহসান বিন মুজাহির, সম্পাদক ও প্রকাশক মুস্তাকিম আল মুনতাজ তালুকদার
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আইটিসিজি, হাজী এলেমান কবির মার্কেট (২য় তলা) কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার থেকে প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন: +৮৮০-১৬০১-৬০৮৬৮৮; ই-মেইল: voiceofsreemangal24@gmail.com
Copyright © 2026 voiceofsreemangal. All rights reserved.