স্টাফ রিপোর্টার:
মৌলভীবাজার শ্রীমঙ্গলে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিবের পক্ষ থেকে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
গতকাল রোববার (১০ আগস্ট ) ইসলামী ছাত্রশিবির শ্রীমঙ্গল উপজেলা শাখার আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে ইসলামী ছাত্রশিবিরের শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি সফিজ উদ্দিনের সভাপতিত্বে ও শ্রীমঙ্গল উপজেলা শাখার সাহিত্য সম্পাদক আশরাফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাবেক কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক, মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ ) আসনের জামায়াতের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট আব্দুর রব।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক হা. ইউসুফ ইসলাহী , মৌলভীবাজার জেলা সভাপতি ফরিদ উদ্দিন, হবিগঞ্জ জেলা সভাপতি হোসাইন আহমদ, জামায়াতে ইসলামী শ্রীমঙ্গল উপজেলার আমির ইসমাঈল হোসেন, জামায়াতের কমলগঞ্জ উপজেলা আমির অধ্যক্ষ মাসুক আহমদ, শ্রীমঙ্গল জামায়াতের সেক্রেটারি আশরাফুল ইসলাম কামরুল।
ছাত্রশিবিরের মৌলভীবাজার জেলা সেক্রেটারি মহসিন আহমদ, জেলা অফিস সম্পাদক তোফাজ্জল হোসেন, জেলা কলেজ সম্পাদক তারেক রহমান, শ্রীমঙ্গল উপজেলা শাখার সাবেক সভাপতি তারেক মাহফুজ, এমরান হোসাইন মনিয়ার, মো. সাদিকুল ইসলাম, শ্রীমঙ্গল উপজেলার অর্থ সম্পাদক শফি আহমদ সাইদ, শ্রীমঙ্গল সরকারি কলেজ সভাপতি আরিফুল ইসলাম রাতুল প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন আহমদ আব্দুল্লাহ এবং ইসলামী সংগীত পরিবেশন করেন জলপ্রপাত শিল্পীগোষ্ঠী মৌলভীবাজার। কৃতী শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, শ্রীমঙ্গল নটরডেম স্কুল অ্যান্ড কলেজের কৃতী শিক্ষার্থী মোহাইমিন সাইফ চৌধুরী।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের তিন শতাধিক কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়।
প্রধান সম্পাদক এহসান বিন মুজাহির, সম্পাদক ও প্রকাশক মুস্তাকিম আল মুনতাজ তালুকদার
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আইটিসিজি, হাজী এলেমান কবির মার্কেট (২য় তলা) কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার থেকে প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন: +৮৮০-১৬০১-৬০৮৬৮৮; ই-মেইল: voiceofsreemangal24@gmail.com
Copyright © 2026 voiceofsreemangal. All rights reserved.