নিজস্ব প্রতিবেদক, শ্রীমঙ্গল:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ষাড়েরগঞ্জ গ্রামে সাম্প্রতিক সহিংসতার ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ রয়েছে, স্থানীয় কৃষকলীগ নেতা হেলাল মিয়ার পরিবারের সদস্যরা এলাকায় পুনরায় একক আধিপত্য বিস্তার শুরু করেছেন। অভিযোগ অনুযায়ী, বুধবার (৪ সেপ্টেম্বর) ষাড়েরগঞ্জ বাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগ নেতা বিলাল মিয়া, ইউনিয়ন যুবদলের সিনিয়র সহসভাপতি সাদেক মিয়াসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে আল আমিন নামে এক ব্যক্তির দোকানে প্রবেশ করে ভাঙচুর চালান এবং দোকানদার ও তাদের পরিবারের সদস্যদের গুরুতর আহত করেন।
আহতদের মধ্যে রয়েছেন রতন মিয়া, বদরুল আলম ও আল আমিন। অভিযোগে বলা হয়েছে, সাদেক মিয়া দোকানের ক্যাশ ড্রয়ার থেকে নগদ প্রায় ১ লাখ টাকা নিয়ে গেছেন। হামলার সময় আক্রান্তদের জীবননাশের হুমকিও দেওয়া হয়েছে। আহতদের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত আলাদাল মিয়া অভিযোগ করেন, তাদের ভাতিজা আলামিনের দোকান লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তিনি জানান, ঘটনাস্থলে উপস্থিত ছিলেন স্থানীয় কৃষকলীগ ও যুবদলের নেতারা।
অন্যদিকে, যুবদলের সিনিয়র সহসভাপতি সাদেক মিয়া গণমাধ্যমকে বলেন, তার বিরুদ্ধে অভিযোগ মিথ্যা। তিনি দাবি করেছেন, ঘটনাস্থলে তিনি জরুরি কাজে ছিলেন এবং সংঘর্ষ থামানোর চেষ্টা করেছেন।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আমিনুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং তদন্ত চলছে। মামলার প্রক্রিয়া রেকর্ডে রয়েছে।
প্রধান সম্পাদক এহসান বিন মুজাহির, সম্পাদক ও প্রকাশক মুস্তাকিম আল মুনতাজ তালুকদার
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আইটিসিজি, হাজী এলেমান কবির মার্কেট (২য় তলা) কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার থেকে প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন: +৮৮০-১৬০১-৬০৮৬৮৮; ই-মেইল: voiceofsreemangal24@gmail.com
Copyright © 2026 voiceofsreemangal. All rights reserved.