স্টাফ রিপোর্টার :
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুফের নেতৃত্বে রবিবার (১৮ আগস্ট) একটি বিশেষ অভিযান পরিচালনা করে সরকারি জমি উদ্ধার করা হয়েছে। অভিযানের সময় সিন্দুরখান ইউনিয়নের জাম্বুরাছড়া মৌজার ১ নং খাস খতিয়ানের ৫.৫৩ একর জমি এবং আশিদ্রোন ইউনিয়নের আশিদ্রোন মৌজার ১ নং খাস খতিয়ানের পতিত শ্রেণির ০.৫২০০ একর জমি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এই জমির আনুমানিক মূল্য ২ কোটি ৪৬ লাখ টাকা।
অভিযান চলাকালীন সময় উপস্থিত ছিলেন উপজেলা ভূমি অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সহকর্মীরা। শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ইউসুফ জানান, দীর্ঘদিন ধরে কিছু অবৈধ দখলদার এই জমিতে বিভিন্ন ফসলের চাষ চালাচ্ছিল। তাদের কবল থেকে জমি পুনরুদ্ধার করা হয়েছে এবং সরকারি নিয়ম অনুযায়ী পরবর্তী ব্যবস্থার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে।
তিনি আরও উল্লেখ করেন, শ্রীমঙ্গলের বিভিন্ন এলাকা থেকে এর আগেও কয়েক কোটি টাকার সরকারি জমি উদ্ধার করা হয়েছে। এই ধরনের অভিযান সরকারের নীতি অনুযায়ী জমির সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে এবং জনগণের সম্পদ সুরক্ষিত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
উপজেলার ভূমি অফিস সূত্রে জানা যায়, উদ্ধারকৃত জমিগুলোর ভবিষ্যতে সরকারি প্রকল্পের জন্য ব্যবহার করা হবে এবং অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও স্থানীয় জনগণ এবং কৃষকরা এই ধরনের অভিযানের প্রশংসা করেছেন, কারণ এটি সরকারি সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করে।
প্রধান সম্পাদক এহসান বিন মুজাহির, সম্পাদক ও প্রকাশক মুস্তাকিম আল মুনতাজ তালুকদার
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আইটিসিজি, হাজী এলেমান কবির মার্কেট (২য় তলা) কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার থেকে প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন: +৮৮০-১৬০১-৬০৮৬৮৮; ই-মেইল: voiceofsreemangal24@gmail.com
Copyright © 2026 voiceofsreemangal. All rights reserved.