শ্রীমঙ্গলে কোরবানির হাট মাতাবে ‘তুফান’

ঈদুল আজহা সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় এবার কোরবানির হাট কাঁপাতে আসছে ১ টনেরও বেশি ওজনের ষাঁড় ‘তুফান’। শ্রীমঙ্গল এগ্রো খামারে লালিত-পালিত এই ষাঁড়টির দাম চাওয়া হচ্ছে ১৩ লাখ টাকা। ফ্ল্যাকবি জাতের এই বিশাল ষাঁড়টি বর্তমানে জেলার সর্বোচ্চ মূল্যের গবাদিপশু হিসেবে আলোচনায় এসেছে।
শ্রীমঙ্গল সদর ইউনিয়নের হাইল হাওরের পাশে জেটি রোডে অবস্থিত শ্রীমঙ্গল এগ্রো খামারে গিয়ে দেখা যায়, খামারজুড়ে রয়েছে ফ্রিজিয়ান জাতের ৩০০’র বেশি গরু। এরমধ্যে ছোট ও মাঝারি ওজনের গরুগুলো ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে। তবে বড় আকৃতির বিক্রিযোগ্য ষাঁড় রয়েছে প্রায় ১০টি। সেগুলোর দাম দেড় লাখ থেকে ১৩ লাখ পর্যন্ত ধরা হয়েছে।
সবচেয়ে বেশি আকর্ষণ তৈরি করেছে ‘তুফান’ নামের ফ্ল্যাকবি জাতের ষাঁড়টি। যার উচ্চতা ৫ ফুট ৮ ইঞ্চি, লম্বা ১১.৫ ফুট এবং ওজন প্রায় ১ হাজার ১৫০ কেজি। খামার কর্তৃপক্ষ জানিয়েছে, ষাঁড়টিকে বিগত ৬ বছর ধরে দেশীয় খাবার খাইয়ে বড় করা হয়েছে। কোনো কেমিক্যাল বা ক্ষতিকর ফিড ব্যবহার করা হয়নি। প্রতিদিন শত শত দর্শনার্থী ও সম্ভাব্য ক্রেতা খামারে এসে তুফানকে দেখছেন ও দাম যাচাই করছেন।
শ্রীমঙ্গল এগ্রোর ডিজিএম মো. আরিফ হোসেন জানান, ইংল্যান্ড প্রবাসী মিনহাজ নাসির বেকারত্ব দূর ও কর্মসংস্থানের লক্ষ্যে খামারটি প্রতিষ্ঠা করেন। প্রতি বছর এখান থেকে জেলার সবচেয়ে বড় ষাঁড় সরবরাহ করা হয়। গত বছরেও তুফানকে বাজারে তোলা হয়েছিল, তবে কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় বিক্রি হয়নি।
এবারের কোরবানির মৌসুমে তুফান নিয়ে ক্রেতাদের আগ্রহ ও আলোচনা ব্যাপক। খামার কর্তৃপক্ষ আশাবাদী, এবার তারা কাঙ্ক্ষিত মূল্য পাবেন এবং তুফান হবে মৌলভীবাজারের কোরবানির হাটের প্রধান আকর্ষণ।






















