স্টাফ রিপোর্টার:
“জনতার অধিকার, আমাদের অঙ্গীকার” — এই স্লোগানকে সামনে রেখে শ্রীমঙ্গলে গণঅধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
রোববার (২৬ অক্টোবর) বিকেল সাড়ে চারটায় উপজেলা শাখার আয়োজনে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালি বের করা হয়। র্যালিতে নেতৃত্ব দেন গণঅধিকার পরিষদের শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি ও মৌলভীবাজার-৪ আসনের এমপি প্রার্থী হারুনুর রশিদ হারুন।
র্যালিটি শহরের স্টেশন রোডে দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টি ভ্যালি রেস্টুরেন্টের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন জীবন। শ্রীমঙ্গল উপজেলা সভাপতি হারুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন—
হবিগঞ্জ যুব অধিকার পরিষদের সভাপতি আরিফ হোসেন,
মৌলভীবাজার জেলা যুব অধিকার পরিষদের সহ-সভাপতি নাহিদা খানম, মৌলভীবাজার জেলা গণঅধিকার পরিষদের যুব ও ক্রীড়া সম্পাদক মো. আমির আলী, শ্রীমঙ্গল উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি আরিফুল ইসলাম, ছাত্র অধিকার পরিষদের জেলা নেতৃবৃন্দ নূর হোসেন, যোবায়ের আহমেদ ও রায়হান আহমেদ, এছাড়াও উপস্থিত ছিলেন ডা. শেখ আনোয়ার হোসেন প্রমুখ।
আলোচনায় বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী হারুনুর রশিদকে বিজয়ী করতে নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান।
এ সময় বক্তারা বলেন, জনগণের অধিকার রক্ষা ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে গণঅধিকার পরিষদের কর্মীরা সব সময় মাঠে থাকবে।
প্রধান সম্পাদক এহসান বিন মুজাহির, সম্পাদক ও প্রকাশক মুস্তাকিম আল মুনতাজ তালুকদার
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আইটিসিজি, হাজী এলেমান কবির মার্কেট (২য় তলা) কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার থেকে প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন: +৮৮০-১৬০১-৬০৮৬৮৮; ই-মেইল: voiceofsreemangal24@gmail.com
Copyright © 2026 voiceofsreemangal. All rights reserved.