স্টাফ রিপোর্টার:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গ্রাম পুলিশের ৫ম বার্ষিকী মহা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) দুপুরে সদর ইউনিয়ন পরিষদের হলরুমে চাকরি জাতীয়করণের দাবিতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে বক্তারা বলেন, গ্রাম পুলিশ সদস্যরা স্বল্প বেতনে মানবেতর জীবনযাপন করছেন। স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষা, জন্ম ও মৃত্যুর তথ্য সংগ্রহসহ সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও তাদের যথাযথ পারিশ্রমিক দেওয়া হয় না। তারা দফাদারদের ১৯তম গ্রেডে এবং মহল্লাদারদের ২০তম গ্রেডে উন্নীত করে চাকরি জাতীয়করণের দাবি জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৭নং রাজঘাট ইউনিয়নের গ্রাম পুলিশ কমান্ডার মোশাহিদ আলী এবং সঞ্চালনা করেন ৩নং কামালপুর ইউনিয়নের মহল্লাদার আব্দুল আহাদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ু।
বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সৈয়দ সালাউদ্দিন, গ্রাম পুলিশ কেন্দ্রীয় কমিটির মহাসচিব কমান্ডার এম. এ. নাসের, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম, সমাজসেবক শেখ মোহাম্মদ ইউনুস মিয়া ও দিনকাল পত্রিকার প্রতিনিধি রুবেল আহমেদ।
প্রধান সম্পাদক এহসান বিন মুজাহির, সম্পাদক ও প্রকাশক মুস্তাকিম আল মুনতাজ তালুকদার
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আইটিসিজি, হাজী এলেমান কবির মার্কেট (২য় তলা) কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার থেকে প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন: +৮৮০-১৬০১-৬০৮৬৮৮; ই-মেইল: voiceofsreemangal24@gmail.com
Copyright © 2026 voiceofsreemangal. All rights reserved.