শ্রীমঙ্গলে গ্রাম বাংলা যুব সংঘের নতুন কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক, শ্রীমঙ্গল
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের কালাপুর ইউনিয়নের বরুণা-হাজীপুর এলাকায় সামাজিক ও মানবিক সংগঠন “গ্রাম বাংলা যুব সংঘ”-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
গত শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত দায়িত্বশীল বৈঠকে সর্বসম্মতিক্রমে মো. ইকবাল হুসেনকে সভাপতি এবং মো. হুরমত আলীকে সাধারণ সম্পাদক করে ৩২ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন—
কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন—সহ সভাপতি মোঃ সাজ্জাদুর রহমান, মোঃ শফিক আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আফজল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোফাজ্জেল হোসেন জনি, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ কাওছার আহমেদ, অর্থ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ সাইফুর রহমান মিজান, সহ প্রচার সম্পাদক আব্দুর রউফ আল হাসান, ক্রীড়া সম্পাদক মোঃ ছাদ্দেক মিয়া, অফিস সম্পাদক মোঃ মিজানুর রহমান, পরিবেশ সম্পাদক মোঃ নুরুল আমিন, ধর্ম বিষয়ক সম্পাদক ক্বারী মোঃ জিলানি আহমেদ, শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ জুবেল আহমেদ।
এ ছাড়া নির্বাহী সদস্য পদে রয়েছেন— মোঃ মহসিন আহমেদ, মোঃ তোফাজ্জল হোসেন, মোঃ কাওছার আহমেদ, মোঃ মহসিন আহমেদ, রাইহান রাহাত, মোঃ দেলোয়ার, মোঃ সবুজ আহমদ, মোঃ ইয়াকুব আলী, মোঃ সাজেদুর রহমান, মোঃ জালাল আহমেদ, জুনায়েদ আহমেদ শাওন, মোঃ তাহমিদ আহমেদ, ওয়াতির আহমেদ, ওয়াসিম আহমেদ, মোঃ গৌছ মিয়া, মোঃ শেফুল মিয়া, মোঃ জুয়েল মিয়া
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানিয়েছেন, তারা “আত্মমানবতার সেবায়” অঙ্গীকারবদ্ধ থেকে সমাজের উন্নয়ন এবং তরুণ প্রজন্মকে মানবিক কর্মকাণ্ডে যুক্ত করার প্রয়াস চালিয়ে যাবেন।
প্রসঙ্গত, মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধকে ধারণ করে ২০১৯ সালের ৩ নভেম্বর প্রতিষ্ঠিত গ্রাম বাংলা যুব সংঘ শুরু থেকেই বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও জনকল্যাণমূলক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখে আসছে।

















