মো. আল আমিন, নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রীশ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
আজ (১৬আগস্ট) সকালে শহরের হবিগঞ্জ সড়কের শ্রীশ্রী জগন্নাথ দেবের আখড়া প্রাঙ্গনে শ্রীমঙ্গল সার্বজনীন শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন পরিষদের আয়োজনে জন্মাষ্টমী শোভাযাত্রার উদ্বোধন করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসলাম উদ্দিন।
শোভাযাত্রাটি আখড়ার সামনে থেকে শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় ঢাক, ঢোল, শঙ্খ, ঘন্টা সহ নানান বাদ্যযন্ত্র নিয়ে বিভিন্ন সাজে সজ্জিত হয়ে শোভাযাত্রায় হাজারো মানুষ অংশ নেন।
পরে বিশ্বশান্তি কামনায় আখড়া প্রাঙ্গনে সমবেত প্রার্থনা অনুষ্ঠিত হয়।
প্রধান সম্পাদক এহসান বিন মুজাহির, সম্পাদক ও প্রকাশক মুস্তাকিম আল মুনতাজ তালুকদার
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আইটিসিজি, হাজী এলেমান কবির মার্কেট (২য় তলা) কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার থেকে প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন: +৮৮০-১৬০১-৬০৮৬৮৮; ই-মেইল: voiceofsreemangal24@gmail.com
Copyright © 2026 voiceofsreemangal. All rights reserved.