নিজস্ব প্রতিবেদক, শ্রীমঙ্গল:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের হবিগঞ্জ রোডস্থ পিসিবি জামে মসজিদ ও আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে চলা জলাবদ্ধতা সমস্যার সমাধানে উপজেলা প্রশাসন ও সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) সরেজমিনে পরিদর্শন করেছে। বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় এ পরিদর্শন অনুষ্ঠিত হয়।
এসময় শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন ও সওজ কর্মকর্তারা স্থানীয় নেতৃবৃন্দ, বাসিন্দা, ব্যবসায়ী ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।
তারা স্বীকার করেন, দীর্ঘদিন ধরে সড়কের নিচু অংশে পানি জমে থেকে চলাচলে মারাত্মক ভোগান্তি তৈরি করছে।
সরেজমিন পরিদর্শনে কর্মকর্তারা আশ্বাস দেন, দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের মাধ্যমে জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
স্থানীয়রা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে দ্রুত সমস্যার সমাধান আশা প্রকাশ করেন।
প্রধান সম্পাদক এহসান বিন মুজাহির, সম্পাদক ও প্রকাশক মুস্তাকিম আল মুনতাজ তালুকদার
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আইটিসিজি, হাজী এলেমান কবির মার্কেট (২য় তলা) কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার থেকে প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন: +৮৮০-১৬০১-৬০৮৬৮৮; ই-মেইল: voiceofsreemangal24@gmail.com
Copyright © 2026 voiceofsreemangal. All rights reserved.