স্টাফ রিপোর্টার:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রতিপক্ষের হামলার ভয়ে জেল থেকে জামিনে মুক্ত হয়ে এলাকা ছাড়া একটি পরিবারের ১১ জন সদস্য। এমন ঘটনাটি ঘটেছে উপজেলার ৪ নং সিন্দুরখান ইউনিয়নের জানাউড়া গ্রামে।
আজ (১৭আগস্ট) সকালে ন্যায় বিচারের আশায় শ্রীমঙ্গল প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেন ওই গ্রামের মৃত ময়না মিয়ার ছেলে ওয়াহিদ মিয়া।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, তাদের প্রভাবশালী প্রতিপক্ষ গত ২১ জুলাই ওই গ্রামের আব্দুল্লাহ ও তার দলবলের আরও প্রায় ৩০ জন মিলে তাদের মৌরসী সম্পত্তি দখল করতে আসলে তাদের ওপর হামলা করে। এই ঘটনা নিয়ে আব্দুল্লাহর মেয়ে নাজনিন বাদী হয়ে তাদের ১১ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করলে পুলিশ তাদের আটক করে কোর্টে প্রেরণ করে।
তারা জেল হাজতে থাকা অবস্থায় গত ২৯ জুলাই আব্দুল্লা গং তাদের মৌরসী সম্পত্তি দখলে নিয়ে ঘরের মধ্যে মহিলাদের শ্লীলতাহানী করে। এ ঘটনায় ওয়াহিদ মিয়ার মা রাবেয়া খাতুন থানায় অভিযোগ দিলেও পুলিশ কোন প্রতিকার নিচ্ছে না বলে তিনি জানান। গত ১৪ আগষ্ট আব্দুল্লাহ গং তাদের বসত ঘরের পাঁকা ঘর ভেঙ্গে ফেলে। এসময় ঘরের ভেতর থেকে দুই লক্ষ টাকা তারা চুরি করে ও ঘরের বাহির থেকে রড, কংক্রিট, সিমেন্ট, বালু, ইট লুটপাট করে নিয়ে যায়। আব্দুল্লাহ গং তাদের প্রায় ১৭ লক্ষ টাকার ক্ষতি সাধন করে বলে তিনি জানান। এ ব্যাপারে তারা কোথাও কোন ন্যায় বিচার পাচ্ছেন না। জেল হাজত থেকে জামিনে বের হলেও আব্দুল্লাহ গংদের অব্যাহত প্রাণ নাশের হুমকিতে নিজ ঘরে ঢুকতে পারছেন না বলে তিনি জানান।
এ ব্যাপারে আব্দুল্লার সাথে যোগাযোগ করা হলে তার ফোনের সুইচচ বন্ধ পাওয়া যায়।
এ ব্যাপারে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো.আমিনুল ইসলাম জানান,অভিযোগ পাওয়ার পর ভুক্তভোগী পরিবারকে বাড়ীতে থাকার পরামর্শ দিয়েছি। তাদের অভিযোগ তদন্তাধীন রয়েছে। তাদের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।
প্রধান সম্পাদক এহসান বিন মুজাহির, সম্পাদক ও প্রকাশক মুস্তাকিম আল মুনতাজ তালুকদার
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আইটিসিজি, হাজী এলেমান কবির মার্কেট (২য় তলা) কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার থেকে প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন: +৮৮০-১৬০১-৬০৮৬৮৮; ই-মেইল: voiceofsreemangal24@gmail.com
Copyright © 2026 voiceofsreemangal. All rights reserved.