স্টাফ রিপোর্টার :
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত জামিয়া কুদ্দুছিয়া মহিলা টাইটেল মাদরাসা কমিটির উপদেষ্টা মণ্ডলীর সহসভাপতি তাজুল ইসলাম তালুকদারকে এক বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়েছে।
আজ (২৮জুলাই) মাদরাসা মিলনায়তনে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা হাবিবুর রহমান মাসরুর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালুকদার ওয়েলফেয়ার ট্রাস্টের সহ-অর্থ সম্পাদক মাসহুদুর রহমান মুসুদ, সমাজ কল্যাণ সম্পাদক জাকির হোসেন প্রমূখ।
এসময় বক্তারা তাজুল ইসলাম তালুকদার এর শিক্ষা ও সমাজসেবামূলক অবদানের ভূয়সী প্রশংসা করেন এবং তাঁর ন্যায়নিষ্ঠ নেতৃত্বের ভূমিকাকে সম্মান জানান।
অনুষ্ঠানে এছাড়াও মাদরাসার শিক্ষকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ পর্বে তাঁর দীর্ঘায়ু ও সর্বাঙ্গীণ কল্যাণ কামনা করে এক বিশেষ মুনাজাত পরিচালনা করেন মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা হাবিবুর রহমান মাসরুর।
প্রধান সম্পাদক এহসান বিন মুজাহির, সম্পাদক ও প্রকাশক মুস্তাকিম আল মুনতাজ তালুকদার
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আইটিসিজি, হাজী এলেমান কবির মার্কেট (২য় তলা) কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার থেকে প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন: +৮৮০-১৬০১-৬০৮৬৮৮; ই-মেইল: voiceofsreemangal24@gmail.com
Copyright © 2026 voiceofsreemangal. All rights reserved.