শ্রীমঙ্গলে জাসাসের পরিচিতি সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ জুন) বিকাল ৬ টায় শহরের ভানুগাছ রোডস্থ জেলা পরিষদ হল রুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে উপজেলা জাসাস কমিটির আহবায়ক মো.মাহবুবুর রহমান লিংকনের সভাপতিত্বে ও জাসাসের সিনিয়র যুগ্ম আহবায়ক মো. সাদিকুর রহমান বাপ্পীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাসাস জাতীয় নির্বাহী কমিটি সদস্য সৈয়দ আশরাফুল মজিদ খোকন।
এসময় আরও উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দুরুদ আহমদ আহমদ, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক নূরে আলম সিদ্দিকী, যুগ্ম সম্পাদক তাজ উদ্দিন তাজু, হাফিজুর রহমান তুহিন, সদস্য বাদশা মিয়া কাজল, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক রাশেদুল হাসান, সদস্য মোছাব্বির আলী মুন্না, সৈয়দ সালাউদ্দিন, মৌলভীবাজার পৌর বিএনপির আহ্বায়ক সৈয়দ মমসাদ আহমদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সারোয়ার মজুমদার ইমন, মৌলভীবাজার জেলা জাসাস এর আহ্বায়ক শামসুল ইসলাম রাসেল, সদস্য সচিব জসিম উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন জারু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মুহিত কদর, সদস্য সচিব টিটু আহমেদ প্রমুখ।


















