শ্রীমঙ্গলে টাইলসের কাজে অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশের পর ৩ সদস্য বিশিষ্ট কমিটি

মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের গুহ রোডে ফুটপাতে
চলমান টাইলসের কাজে অনিয়ম নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের প্রেক্ষিতে আজ শুক্রবার (১৩ জুন) সকাল সাড়ে ১১টায় সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন করেন শ্রীমঙ্গল পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসলাম উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলামসহ সংশ্লিষ্টরা।
এ বিষয়ে জানতে চাইলে শ্রীমঙ্গল পৌর প্রশাসক ও ইউএনও মোঃ ইসলাম উদ্দিন বলেন, অনিয়মের বিষয়ে এখন কোনো মন্তব্য করা যাবে না।
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও পৌরসভা পরিচালনা সহায়ক কমিটির সদস্য, উপজেলা প্রকৌশলী ও পৌরসভা পরিচালনা সহায়ক কমিটির সদস্য এবং সমাজসেবা অফিসার ও পৌরসভা পরিচালনা সহায়ক কমিটির সদস্যদের নিয়ে ৩ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং আগামী ৩ কার্যদিবসের মধ্যে তদন্তক্রমে মতামতসহ প্রতিবেদন দাখিলের জন্য কমিটিকে বলা হয়েছে। কমিটির প্রতিবেদন পাওয়া স্বাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে ইউএনও জানান।

























